BSNL Recharge Plan
সম্প্রতি জুলাই মাসে দেশের প্রাইভেট টেলিকম কোম্পানি Jio, Airtel এবং Vodafone Idea তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছিল। সবার প্রথম জিও তার ট্যারিফের দাম বাড়িয়ে দেয়। দেখাদেখি এয়ারটেল এবং ভোডাফোনের দাম বাড়ানো হয়। তবে সরকারী কোম্পানি BSNL গ্রাহকদের এখনও সস্তায় রিচার্জ প্ল্যান অফার করছে।
সময় সময় ভারত সঞ্চার নিগম লিমিটেড তার রিচার্জ প্ল্যানে বদল করতে থাকে। এখানে আমরা বিএসএনএল এমনই একটি রিচার্জ প্ল্যানের কথা বলবো যা 100 টাকার খরচে আসে।
বিএসএনএল এর 100 টাকার খরচে গ্রাহকরা 2 মাসের ভ্যালিডিটি পাবেন। এই রিচার্জ প্ল্যানে জিও এবং এয়ারটেলের ঘুম উরিয়ে দিয়েছে। আসুন বিএসএনএল এর এই সস্তা রিচার্জের বিষয় জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Redmi A4 5G VS Redmi 13 5G: 15000 টাকার কম দামে রেডমির কোন ফোন সেরা? জানুন দাম এবং স্পেসিফিকেশন
ভারত সঞ্চার নিগম লিমিটেড তার গ্রাহকদের বিভিন্ন বাজেটের প্রিপেই প্ল্যান অফার করতে থাকে। বিএসএনএল এর পোর্টফলিওতে এমনই একটি রিচার্জ প্ল্যান রয়েছে যার দাম 108 টাকা। কম দাম হওয়ার পাশাপাশি এতে গ্রাহকরা একগুচ্ছ সুবিধাও পাবেন।
কোম্পানি এই প্ল্যানে 60 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। এটি 60 দিন অর্থাৎ দুই মাস পর্যন্ত চলবে। এতে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন।
এছাড়া থাকছে 1 জিবি ডেটা প্রতিদিন। এটি পুরো 60 দিন পর্যন্ত পাওয়া যাবে। সেই হিসেবে এতে 60 দিনে মোট 60 জিবি ডেটা পাওয়া যাবে।
ডেটা এবং কলিংয়ের পাশাপাশি থাকছে 500 SMS যেকোনো নেটওয়ার্কে করার সুবিধা। বলে দি যে আগে এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 1 মাস ছিল। এখন কোম্পানি এতে ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: Oppo Find X8 Series ভারতে লঞ্চ, 50MP ট্রিপল Hasselblad ক্যামেরা এবং মিডিয়াটেক প্রসেসর রয়েছে ফোনে