কোন রকম দৌড় ঝাঁপ ছাড়াই এভাবে Jio Phone এর বুকিং করতে পারবেন

কোন রকম দৌড় ঝাঁপ ছাড়াই  এভাবে Jio Phone এর বুকিং করতে পারবেন
HIGHLIGHTS

Jio Phone এর বুকিং 24 আগস্ট থেকে শুরু হয়ে গেছে

Jio Phone এর প্রি বুকিং 24 আগস্ট বিকেল 5:30 থেকে শুরু হয়ে গেছে। এই ফোনের বুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানির স্টোর্সে ভির বাড়তে থাকে। আর কোম্পানির ওয়েবসাইটও ক্র্যাশ হয়ে গেছে। তবে আপনিও যদি ভির থেকে বাচতে চান তবে আপনার কাছে কোম্পানির ওয়েবসাইট ছাড়া আরও একটি প্ল্যাটফর্মও আছে। আজকের সেরা ডিল ফ্লিপকার্টে (২৫ আগস্ট)

আসলে MyJio অ্যাপের মাধ্যমে Jio Phone বুক করা যাচ্ছে। আপনিও যদি Jio Phone বুক করতে চান তবে আপনি এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই তা বুক করতে পারবেন।

  • সবার আগে আপনাকে MyJio অ্যাপ নিজের ফোনে ইন্সটল করতে হবে। যদি আপনার ফোনে এই অ্যাপ আগে থেকে থাকে তবে আপনি তা আপডেট করুন।
  • এবার আপনি এই অ্যাপটি যেই ওপেন করবেন, তখনই আপনি 'Prebook Now' এর অপশান দেখতে পারবেন। আর এই অপশানে ক্লিক করুন।
  • এবার আপনার সামনে একটি ফর্ম আসবে, এতে আপনার মোবাইল নম্বর আর যে ঠিকানায় আপনি ফোনটি নিতে চান তা দিয়ে দিন সেই ঠিকানার পিনকোড সহ।
  • এবার আপনার সামনে পেমেন্ট অপশান ওপেন হয়ে যাবে, এবার আপনি নিজের সুবিধা অনুসারে যেকোন পেমেন্ট অপশান সিলেক্ট করুন।
  • আপনি পেমেন্ট করে দিন, আপনার কাছে এবার ফোন বুক হয়ে যাওয়ার মেসেজ চলে আসবে।

সোর্সঃ 

আজকের সেরা ডিল ফ্লিপকার্টে (২৫ আগস্ট)

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo