ভারতী এয়ারটেলের 419 টাকার রিচার্জ প্ল্যানের বিষয়ে সব কিছু জানুন

Updated on 26-Nov-2018
HIGHLIGHTS

ভারতী এয়ারটেলের 419 টাকার রিচার্জ প্ল্যানে আপনারা প্রতিদিন 1.4উ ডাটা, আনলিমিটেড কলিং আর অনেক কিছু 75 দিনের জন্য পাচ্ছেন

আমরা সবাই জানি এয়ারটেলের একটি সাম্প্রতিক সিদ্ধান্তে সবাই অসন্তুষ্ট হয়েছে, তারা তাদের বেশ কিছু প্ল্যান বাজার থেকে উঠিয়ে নিয়েছে। আর এই প্ল্যান গুলির মধ্যে 549 আর 799 টাকার প্ল্যান আছে। আর এবার এয়ারটেল তাদের একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানটির দাম 419 টাকা আর এই প্ল্যানে আপনারা প্রতিদিন 1.4উ ডাটা পাবেন। আর এর সঙ্গে এই প্ল্যানে আপনারা আনলিমিটেড কলিং আর 100টি SMS পাবেন পুরো 75 দিনের জন্য।

কোম্পানি এই প্ল্যানটিকে একটি ওপেন মার্কেট প্ল্যান হিসাবে নিয়ে এসেছে, এর আমেন এই যে আপনারা এয়রটেলের এই প্ল্যানটি যে কোন সার্কেলেই পাবেন। আর এই প্ল্যানটি এয়ারটেলের 399 টাকা আর 448 টাকার রিচার্জ প্ল্যানের মাঝে আসবে। আর এই দুটি প্ল্যানে আপনারা যথাক্রমে 70 দিন আর 82 দিনের বৈধতা পাবেন।

এয়ারটেলের 419 টাকার প্রিপেড প্ল্যান

আমরা যদি ভারতী এয়ারটেলের 419 টাকার প্রিপেড প্ল্যানটি দেখি তবে এই অফারটিতে আপনারা প্রতিদিন 1.4GB ডাটা পাবেন। আর এহচারা এই প্ল্যানে আপনারা প্রতিদিন 100 টি SMS পাবেন। আর এই প্ল্যানটি 75 দিনের জন্য বৈধ। আর এই প্ল্যানে আপনারা কোন লিমিটের আনলিমিটেড কলিং পাবেন। আর এই প্ল্যানটি সোজাসুজি রিলায়েন্স জিওর সঙ্গে প্রতিযোগিতা করবে।

এয়রটেলের 419 টাকার প্ল্যান আর 399 টাকার প্ল্যানের তুলনা

আপনারা যদি এই দুটি প্ল্যানের একটি তুলনা করে দেখেন তবে দেখা যাবে যে এয়ারটেলের 399 টাকার প্ল্যানটি একটি নতুন প্ল্যান। আর এই প্ল্যানটিকে ওপেন মার্কে লঞ্চ করা হয়েছে। আর এয়ারটেলের 399 টাকা আর 419 টাকার প্রিপেড প্ল্যানের বৈধতার মধ্যে পার্থক্য আছে। আপনারা 399টাকার প্ল্যানে প্রতিদিন 1.4GB ডাটা ছাড়া আনলিমিটেড কলিং আর 100 টি SMS পাবেন। আর 399 টাকার প্ল্যানটি 84 দিনের জন্য বৈধ আর এই প্ল্যানটির বৈধতা 70 দিনের করা হয়েছিল।

Connect On :