BHARTI AIRTEL য়ের দুটি নতুন প্ল্যান 129 টাকা আর 249 টাকায় এল
দুটি প্ল্যানের বৈধতা 28 দিনের
249 টাকার প্ল্যানে 4 লাখের লাইফ ইন্সোরেন্স পাওয়া যাচ্ছে
ভারতী এয়ারটেল তাদের পোর্টফোলিও আরও এক্সপেন্ড করে প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে। এই নতুন প্রিপেড প্ল্যানের দাম 129 টাকা আর 249 টাকা। 249 টাকার প্রিপেড প্ল্যানের বৈশিষ্ট্য এই প্ল্যানে 4 লাখ টাকার টার্ম ইন্সোরেন্স দেওয়া হচ্ছে।
এয়ারটেলের 129 টাকা আর 249 টাকার প্ল্যান
129 টাকার প্রিপেড প্ল্যানে প্রধানত ভয়েস কল বেনিফিট দেওয়া হচ্ছে।আ র এই প্ল্যানে ইউজাররা 28 দিনের জন্য 2GB ডাটা, আনলিমিটেড কলিং আর প্রতিদিন 100 টি SMS দিচ্ছে। আর এই প্ল্যানের বৈশিষ্ট্য এই যে ইউজাররা এয়ারটেল টিভি, উইঙ্ক মিউজিকের ফ্রি সাবস্ক্রিপশান পাচ্ছেন আর ইউজাররা 350 টি লাইভ টিভি চ্যানেল, 10,000 টি সিনেমা আর শো দেখতে বা শুনতে পারবেন।
এয়ারটেলের দ্বিতীয় প্ল্যানে আপনারা 249 টাকা দামে পাবেন আর এর একটি বেনিফিট আরও আছে। এই প্ল্যানে HDFC আইন ইন্সোরেন্স বা ভারতী Bharti AXA র তরফে 4লাখ টাকার লাইভ কভার দিচ্ছে। এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন 2GB ডাটা, আনলিমিটেড কল আর প্রতিদিন 100টি SMS পাচ্ছেন। আর এছারা 249 টাকার প্রিপেড প্ল্যানে ইউজাররা এয়ারটেল TV র প্রিমিয়াম সাবস্ক্রিপশান, নতুন 4G ফোন কিনলে 2,000 টাকার ক্যাশব্যাক, এক বছরের নটর্ন মোবাইল সিকিউরিটি আর ইউঙ্ক মিউজিক সাবস্ক্রিপশান আছে।
এয়ারটেলের 249 টাকার প্রিপেড প্ল্যনে লাইফ ইন্সোরেন্স পান
এই প্ল্যানে লাইফ ইন্সোরেন্স পাওয়ার জন্য আপনাদের বয়স 18 থেকে 54 বছর বয়সের মধ্যে হতে হবে। আর এছারা বেনিফিট পাওয়ার জন্য গ্রাহকদের মাসে মাসে এই রিচার্জ অ্যাক্টিভেট রাখতে হবে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।