Airtel ফের একটি নতুন প্ল্যান নিয়ে এল গ্রাহকদের জন্য। প্রায় নিঃশব্দেই Airtel -এর তরফে এই প্ল্যানটিকে লঞ্চ করা হল। এটির দাম 149 টাকা। অন্যান্য সুবিধা তো বটেই এখানে OTT প্ল্যাটফর্মের সুবিধাও মিলবে। Telecom Talk -এর তরফে দেখা গিয়েছে যে এই 149 টাকার প্ল্যানটি Airtel এর 148 টাকার প্ল্যানের থেকে বেশ অনেকটাই আলাদা। যদিও 148 টাকা হোক বা 149 টাকার প্ল্যান দুটোই কেবল ডেটা প্যাক। এখানে খালি ডেটা পাওয়া যায়। তাই যেহেতু এটি ডেটা ওনলি প্যাক সেহেতু আপনাকে এটার সুবিধা পেতে গেলে কিন্তু বেস প্ল্যান অ্যাক্টিভ রাখতেই হবে। তবে এখানে 148 নয়, বরং 149 টাকার প্ল্যান নিয়ে কথা বলব।
এই প্ল্যানে গ্রাহকরা কেবল 1 GB ডেটা পাবেন। এখানে কোনও স্ট্যান্ড অ্যালন ভ্যালিডিটি নেই। ফলে আপনার বর্তমান বেসিক প্যাক যতদিনের এটির বৈধতাও ততদিনের। তবে Airtel যে কেবল 1 GB ডেটা দিচ্ছে 149 টাকায় এমনটা নয়। এখানে মিলছে OTT প্ল্যাটফর্মের সুবিধাও। Xstream Premium এর সুবিধা মিলবে এখানে। অর্থাৎ Xstream Premium -এর ছাতার তলায় যে 15টি বা তার বেশি OTT প্ল্যাটফর্ম আছে সেগুলো সব কটির সাবস্ক্রিপশন মিলবে 30 দিনের জন্য।
গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করার পর Xstream Premium -এর সুবিধা তাঁদের ফোন বা ল্যাপটপ কিংবা ট্যাবলেটে নিতে পারবেন। অর্থাৎ এখন 150 টাকার কমে 15 টির বেশি OTT প্ল্যাটফর্ম দেখা যাবে। কিন্তু Airtel -এর তরফে কেন এই প্ল্যান আনা হল?
Airtel -এর তরফে চাওয়া হচ্ছে যে গ্রাহকরা যেন Xstream Premium- এর সাবস্ক্রিপশন নেয়। এই অ্যাপের যেন জনপ্রিয়তা বাড়ে। সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ে। দেখুন প্ল্যান দেখে এটা স্পষ্ট যে এটা সেই সব গ্রাহকদের জন্য মোটেই আনা হয়নি যাঁরা ডেটা চান, কারণ 149 টাকা খরচ করে কেউ 1 GB ডেটা কিনতে চাইবেন না। ফলে 1GB ডেটা নয়, বরং যাঁরা Airtel Xstream Premium -এর সাবস্ক্রিপশন নিতে চান তাঁদের কথা মাথায় রেখেই এটা আনা হয়েছে। 30 দিনের জন্য এই সাবস্ক্রিপশন মিলবে গ্রাহকদের।
আপনি যদি OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন চান তাও কম টাকায় এতগুলোর তাহলে 149 টাকার প্ল্যান বেছে নিন। আর যদিও আপনি ডেটা চান প্রচুর তাহলে 148 টাকার প্ল্যানটি আপনার জন্য শ্রেয়। এই প্ল্যানে গ্রাহকরা 148 টাকায় 15 GB ডেটা পাবেন। এটার ভ্যালিডিটি হবে আপনার বর্তমান বেসিক প্ল্যান যতদিনের ততদিনের।