digit zero1 awards

Vodafone idea-র সেরা প্রিপেইড প্ল্যান, মিলবে বিনামূল্যে 1 বছরের Disney+ Hotstar সাবস্ক্রিপশন

Vodafone idea-র সেরা প্রিপেইড প্ল্যান, মিলবে বিনামূল্যে 1 বছরের Disney+ Hotstar সাবস্ক্রিপশন
HIGHLIGHTS

Vodafone-idea গ্রাহকদের জন্য নিয়ে এসেছে Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন সহ বেশ কিছু আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান

ভোডাফোন-আইডিয়ার প্রিপেইড প্ল্যানগুলি শুরু হচ্ছে 501 টাকা থেকে এবং যা চলবে 2595 টাকা পর্যন্ত

Vodafone-idea-র এই প্ল্যানগুলির ভ্যালিডিটি রয়েছে একবছর পর্যন্ত

টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া (Vodafone-idea) গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ডিজনি প্লাস হটস্টারের (Disney+ Hotstar) মোবাইল সাবস্ক্রিপশন সহ বেশ কিছু আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান। এই প্ল্যানগুলির ভ্যালিডিটি রয়েছে একবছর পর্যন্ত। ভোডাফোন-আইডিয়ার প্রিপেইড প্ল্যানগুলি শুরু হচ্ছে 501 টাকা থেকে এবং যা চলবে 2595 টাকা পর্যন্ত। এই প্রিপেইড প্ল্যানগুলিতে ইউজারেরা পাচ্ছেন আনলিমিটেড ভয়েস কলিং ফিচারসমেত, ফ্রি SMS ফিচার ও দুর্দান্ত ডেটা বেনিফিট।

Vodafone-idea 501 টাকার প্রিপেইড প্ল্যান

  • ভোডাফোন-আইডিয়া প্রিপেইড প্ল্যানে পাওয়া যাচ্ছে একবছরের জন্য ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন । 
  • এই প্রিপেইড প্ল্যান অফার করছে প্রতিদিন 3GB ডেটা এবং 100ফ্রি এসএমএস ফিচার।
  • এছাড়াও রয়েছে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের অ্যাক্সেস এবং উইকেন্ড রোলওভার ডেটা বেনিফিট। যার ফলে সারা সপ্তাহের বেঁচে যাওয়া ডেটা ব্যবহার করা যাবে সপ্তাহের শেষে।
  • এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

Vodafone-idea 601 টাকার প্রিপেইড প্ল্যান

  • এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন।
  • পুরো ভ্যালিডিটিতে পাওয়া যাবে মোট 90GB ডেটা।
  • এছাড়া মিলবে ডিজনি প্লাস হটস্টারের মোবাইল ভার্সনের এক বছরের  ফ্রি সাবস্ক্রিপশন।

Vodafone-idea 701 টাকার প্রিপেইড প্ল্যান

  • 701 টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন।
  • এই প্ল্যানে পাওয়া যাচ্ছে আনলিমিটেড কলিংয়ের সঙ্গে প্রতিদিন 100 ফ্রি এসএমএস ফিচার। 
  • মিলছে প্রতিদিন 3GB ডেটা। সেইসঙ্গে অ্যাডিশনাল ডেটা হিসেবে পাওয়া যাচ্ছে 32GB ডেটা।
  • পুরো ভ্যালিডিটিতে মোট ডেটার পরিমান 200GB।
  • এই প্ল্যানে পাওয়া যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারের মোবাইল এডিশনের একবছরের ফ্রি সাবস্ক্রিপশন। 

Vodafone-idea 901 টাকার প্রিপেইড প্ল্যান

  • 901 টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
  • এই প্ল্যানে পাওয়া যাচ্ছে ডেইলি 3GB ডেটা। 
  • অ্যাডিশনাল ডেটা হিসেবে মিলছে 48GB ডেটা।
  • পুরো ভ্যালিডিটিতে মোট ডেটার পরিমান 300GB।
  • এই প্ল্যানে পাওয়া যাচ্ছে আনলিমিটেড কল এবং 100ফ্রি এসএমএস ফিচার। 
  • পাওয়া যাচ্ছে একবছরের জন্য ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন। 

Vodafone-idea 2,595 টাকার প্রিপেইড প্ল্যান

  • এই প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। 
  • এই প্ল্যানে পাওয়া যাচ্ছে প্রতিদিন 1.5 GB ডেটা। 
  • আনলিমিটেড কলের সাথে মিলছে প্রতিদিন 100 ফ্রি এসএমএস ফিচার।
  • এছাড়া পাওয়া যাচ্ছে উইকেন্ড ডেটা রোলওভার ফিচার।
  • ওটিটি সাবস্ক্রিপশন হিসেবে মিলছে ডিজনি প্লাস হটস্টার মোবাইলের একবছরের ফ্রি অ্যাক্সেস।
  • এছাড়া পাওয়া যাচ্ছে Vi Movies এবং TV ক্লাসিকের ফ্রি অ্যাক্সেস।
Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo