Reliance Jio -এর তরফে এমন একাধিক প্রিপেইড প্ল্যান অফার করা হচ্ছে যেখানে রোজ 2 GB ডেটা মিলবে তাও হাইস্পিড। এছাড়া সঙ্গে SMS পাঠানোর সুবিধা সহ আনলিমিটেড কল করা যাবে। তাই যাঁরা বিপুল ডেটা চান, ডেটার কথা না ভেবে ইন্টারনেট ঘাটতে চান তাঁরা এই প্ল্যানগুলো বেছে নিতে পারেন। এই প্রতিটা প্ল্যানে 5G পরিষেবা মিলবে, তবে তার জন্য আপনাকে Jio -এর 5G পরিষেবা উপলব্ধ আছে এমন শহরে থাকতে হবে। তাহলেই আপনি যখন এই প্ল্যান রিচার্জ করবেন তখন আপনি 5G পরিষেবা পেয়ে যাবেন। এই সুবিধাগুলো তো পাবেনই সঙ্গে মিলবে OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সহ Jio Cloud, Jio Security, ইত্যাদির সুবিধাও। দেখে নিন Jio- এর 2 GB ডেটা মিলবে রোজ এমন প্ল্যানগুলোর তালিকা।
এই প্ল্যানে বৈধতা 23 দিনের। এখানে রোজ 2 GB ডেটা মিলবে, অর্থাৎ মোট 46GB ডেটা। এই প্ল্যান রিচার্জ করলে আনলিমিটেড কল করার সুবিধা সহ রোজ 100 টা মেসেজ পাঠাতে পারবেন। সঙ্গে Jio অ্যাপের সাবস্ক্রিপশন তো মিলবেই।
28 দিনের বৈধতা আছে এই প্ল্যানে। এখানে মোট 56 GB ডেটা মিলবে, এবং রোজ 2 GB ডেটা। সঙ্গে আনলিমিটেড কল করার সুযোগ সহ রোজ 100টা করে মেসেজ পাঠানো যাবে এখানে। এছাড়া Jio Cloud, Jio Security, Jio TV, Jio Cinema ইত্যাদির সাবস্ক্রিপশন মিলবে।
এই প্ল্যানে বৈধতা 56 দিনের। এখানে রোজ 2 GB ডেটা মিলবে, অর্থাৎ মোট 112GB ডেটা। এই প্ল্যান রিচার্জ করলে আনলিমিটেড কল করার সুবিধা সহ রোজ 100 টা মেসেজ পাঠাতে পারবেন। সঙ্গে Jio অ্যাপের সাবস্ক্রিপশন মিলবে।
84 দিনের বৈধতা আছে এই প্ল্যানে। এখানে মোট 168 GB ডেটা মিলবে, এবং রোজ 2 GB ডেটা। সঙ্গে আনলিমিটেড কল করার সুযোগ সহ রোজ 100টা করে মেসেজ পাঠানো যাবে এখানে। এছাড়া Jio Cloud, Jio Security, Jio TV, Jio Cinema ইত্যাদির সাবস্ক্রিপশন মিলবে।
এটি বার্ষিক প্ল্যান। অর্থাৎ 365 দিনের বৈধতা মিলবে এখানে, সঙ্গে মোট 730 GB ডেটা মিলবে। এই প্ল্যান রিচার্জ করলে আনলিমিটেড কল করার সুবিধা সহ রোজ 100 টা মেসেজ পাঠাতে পারবেন। সঙ্গে Jio অ্যাপের সাবস্ক্রিপশন তো মিলবেই।
তবে মনে রাখবেন এই তালিকা থেকে Jio 799 এবং 1,066 টাকার প্ল্যান দুটো সরিয়ে দিয়েছে। এই দুটো প্ল্যানে 56 দিন এবং 84 দিনের বৈধতা মিলত।