300 টাকার মধ্যে রিচার্জ করিয়ে একাধিক সুবিধা পেতে চান? দেখুন Jio-এর এই রিচার্জ প্ল্যানগুলো

300 টাকার মধ্যে রিচার্জ করিয়ে একাধিক সুবিধা পেতে চান? দেখুন Jio-এর এই রিচার্জ প্ল্যানগুলো
HIGHLIGHTS

300টাকার কমেই জিও এমন একাধিক প্ল্যান অফার করে থাকে যেখানে অনেক পরিমাণে ডেটা, সহ একাধিক সুবিধা মেলে

এই প্ল্যানগুলোতে রোজ 1GB থেকে 2GB করে ডেটা মেলে

149 থেকে এই প্ল্যানগুলোর দাম শুরু হয়

এখন বাড়ি হোক বা অফিস সব জায়গাতেই WIFI চলে। দ্রুত গতিতে কাজ করার জন্য এটার থেকে ভাল অপশন অবশ্য কিছু হয় না। ফলে অনেকেই এখন Jio এর সিমটা সেকেন্ডারি অপশন হিসেবে ব্যবহার করে থাকেন, কোনও জরুরি অবস্থা বা রাস্তাঘাটে ব্যবহার করার জন্য। এমন ক্ষেত্রে অকারণ অনেক টাকা দিয়ে রিচার্জ করা অর্থহীন! ফলে Jio তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে এমন বেশ কিছু প্ল্যান এনেছে যেখানে অল্প দামেই একাধিক দারুন সব সুবিধা পেয়ে যাবেন। যেখানে মিলবে প্রচুর ডেটা সহ আনলিমিটেড কলের সুবিধা সঙ্গে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা, ইত্যাদি। পকেট ফ্রেন্ডলি আবার কাজেরও। তাহলে আসুন দেখে নেওয়া যাক Jio এর এমন কিছু প্ল্যান যার দাম 300 টাকার মধ্যে অথচ যেখানে প্রচুর ডেটা সহ নানান সুবিধা মিলবে। 

Jio 149 টাকার প্ল্যান

এই প্ল্যানের বৈধতা 20 দিন, এখানে আনলিমিটেড কলের সঙ্গে রোজ 100টা করে মেসেজ পাঠানো যাবে। মোট 20 GB ডেটা মিলবে এই প্যাকে, অর্থাৎ রোজ 1 GB করে ডেটা ব্যবহার করা যাবে। Jio এর বিভিন্ন অ্যাপ যেমন Jio Tv, Jio Cinema এর সাবস্ক্রিপশন মিলবে তাও বিনামূল্যে। 

Jio 179 টাকার প্ল্যান

এই প্ল্যানে রোজ 1 GB করে ডেটা মিলবে সঙ্গে রোজ 100টা করে মেসেজ পাঠাতে পারবেন গ্রাহকরা। এছাড়া আনলিমিটেড কলের সুবিধা তো আছেই। এই প্ল্যানের বৈধতা হল 24 দিনের। এছাড়া বাড়তি সুবিধা হিসেবে Jio এর বিভিন্ন অ্যাপ যেমন Jio Tv, Jio Cinema এর ফ্রি সাবস্ক্রিপশন মিলবে। 

Jio 199 টাকার প্ল্যান

এই প্ল্যানের বৈধতা 23 দিন, এখানে আনলিমিটেড কলের সঙ্গে রোজ 100টা করে মেসেজ পাঠানো যাবে। এখানে গ্রাহকরা রোজ 1.5 GB করে ডেটা ব্যবহার করতে পারবেন। Jio এর বিভিন্ন অ্যাপ যেমন Jio Tv, Jio Cinema এর সাবস্ক্রিপশন মিলবে তাও বিনামূল্যে। 

Jio 209 টাকার প্ল্যান

এই প্ল্যানে রোজ 1 GB করে ডেটা মিলবে সঙ্গে রোজ 100টা করে মেসেজ পাঠাতে পারবেন গ্রাহকরা। এছাড়া আনলিমিটেড কলের সুবিধা তো আছেই। এই প্ল্যানের বৈধতা হল 28 দিনের। এছাড়া বাড়তি সুবিধা হিসেবে Jio এর বিভিন্ন অ্যাপ যেমন Jio Tv, Jio Cinema এর ফ্রি সাবস্ক্রিপশন মিলবে। 

Jio Plans under rs 300

Jio 239 টাকার প্ল্যান

এই প্ল্যানের বৈধতা 28 দিন, এখানে আনলিমিটেড কলের সঙ্গে রোজ 100টা করে মেসেজ পাঠানো যাবে। এখানে গ্রাহকরা রোজ 1.5 GB করে ডেটা ব্যবহার করতে পারবেন। Jio এর বিভিন্ন অ্যাপ যেমন Jio Tv, Jio Cinema এর সাবস্ক্রিপশন মিলবে তাও বিনামূল্যে। 

Jio 249 টাকার প্ল্যান

এই প্ল্যানে গ্রাহকরা পাবেন রোজ 2 GB করে ডেটা সঙ্গে আনলিমিটেড কল এবং রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুযোগ থাকছে। এই প্ল্যানের বৈধতা হল 23 দিনের। 

Jio 259 টাকার প্ল্যান

এই প্ল্যানে এক মাসের বৈধতা মিলবে সঙ্গে রোজ 1.5 GB করে ডেটা এবং সঙ্গে আনলিমিটেড কল এবং রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুযোগ থাকছে। এছাড়া Jio অ্যাপসের ফ্রি সাবস্ক্রিপশন মিলবে। 

Jio 299 টাকার প্ল্যান

এই প্ল্যানে 28 দিনের বৈধতার সঙ্গে 56 GB ডেটা মিলবে। সঙ্গে আনলিমিটেড কল এবং রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুযোগ থাকছে। এছাড়া বিভিন্ন Jio অ্যাপসের ফ্রি সাবস্ক্রিপশন তো থাকবেই।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo