আপনি কি Jio -এর প্রিপেইড গ্রাহক? তাহলে আপনার জন্য সুসংবাদ। Jio বর্তমানে তাদের এই সেরা প্ল্যানগুলোতে আনলিমিটেড কলিং, মেসেজ পাঠানোর সুবিধা এবং দুর্দান্ত পরিমাণে ডেটা দিচ্ছে। ফলে এই প্রতিটা জিনিস গ্রাহকদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়, এবং তাঁদের চাহিদা পূরণ করছে। শুধু তাই নয় নানা প্ল্যানের মধ্যে দিয়ে তাঁরা তাঁদের পছন্দ অনুযায়ী প্ল্যান বেছে নিতে পারবেন। যদি তাঁরা চান কেবল আনলিমিটেড কলিং সেটাও যেমন পাবেন, আবার অফুরান ডেটা চান সেটাও পেয়ে যাবেন। অন্যদিকে OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন পেতে চাইলে তেমন অপশনও রয়েছে।
বর্তমানে Jio -এর এমন একাধিক প্ল্যান আছে যা দারুন ট্রেন্ডিং এবং গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। কারণ এই প্ল্যানগুলোতে গ্রাহকরা যা দাম দিচ্ছেন সেই তুলনায় অনেক বেশি সুবিধা পাচ্ছেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক 2023 সালে Jio -এর কোন প্ল্যানগুলো সব থেকে বেশি জনপ্রিয়।
299 টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন। সঙ্গে মিলবে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। দৈনিক 2 GB করে ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের বৈধতা 28 দিনের। ফলে মোট 56 GB ডেটা মিলবে এখানে। সঙ্গে বিভিন্ন Jio অ্যাপসের সুবিধাও মিলবে।
666 টাকার প্ল্যান: এই প্ল্যানের বৈধতা 84 দিনের। এখানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলবে। মিলবে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। দৈনিক 1.5 GB করে ডেটা ব্যবহার করা যাবে। এছাড়া বিভিন্ন Jio অ্যাপসের সুবিধা তো থাকছেই।
719 টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন। সঙ্গে মিলবে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। দৈনিক 2 GB করে ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের বৈধতা 84 দিনের। সঙ্গে বিভিন্ন Jio অ্যাপসের সুবিধাও মিলবে।
749 টাকার প্ল্যান: এই প্ল্যানের বৈধতা 90 দিনের। এখানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলবে। মিলবে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। দৈনিক 2 GB করে ডেটা ব্যবহার করা যাবে। এছাড়া বিভিন্ন Jio অ্যাপসের সুবিধা তো থাকছেই।
2023 টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন। সঙ্গে মিলবে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। দৈনিক 2.5 GB করে ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের বৈধতা 252 দিনের। ফলে মোট 630 GB ডেটা মিলবে এই প্ল্যানে। সঙ্গে বিভিন্ন Jio অ্যাপসের সুবিধাও মিলবে।
2999 টাকার প্ল্যান: এই প্ল্যানের বৈধতা 365 দিনের। তবে এক্ষেত্রে অতিরিক্ত 23 দিনের সুবিধা মিলবে। এখানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলবে। মিলবে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। দৈনিক 2.5 GB করে ডেটা এবং মোট 912.5 GB ডেটা ব্যবহার করা যাবে। এছাড়া বিভিন্ন Jio অ্যাপসের সুবিধা তো থাকছেই।
ভারতের 50টি শহরে Jio 5G পরিষেবা চালু হয়েছে। এই পরিষেবায় গ্রাহকরা 4G প্ল্যানের দামেই অফুরান 5G ডেটা ব্যবহার করতে পারবেন। তবে আপনাকে খালি 239 টাকার বেশি প্ল্যান রিচার্জ করতে হবে। বর্তমানে এই Jio 5G পরিষেবা মিলছে দিল্লি, মুম্বই, কলকাতা, বারাণসী, চেন্নাই, বেঙ্গালুরু, পুনে, নাথদ্বারা, হায়দ্রাবাদ, কোচি, বিশাখাপত্তনম, তিরুমালা, গুন্টুর, গুজরাটের 33টি জেলা সদরে। এছাড়া এটি মধ্য প্রদেশের একাধিক শহরেও সম্প্রতি চালু হয়েছে, এর মধ্যে আছে ভোপাল, ইন্দোর, লখনউ, নাসিক, ঔরঙ্গাবাদ, চণ্ডীগড় ট্রিসিটি, খাড়ার, জিরাকপুর, পাঁচকুলা, মোহালি, ইত্যাদিতে।