Best Jio 98 days validity recharge plan offer unlimited call and JioHotstar subcription
Jio তার প্রিপেইড রিচার্জ প্ল্যানে দীর্ঘ ভ্যালিডিটি সহ ডেটা এবং OTT এর এক্সেস অফার করে। কোম্পানির কাছে 98 দিনের ভ্যালিডিটি সহ একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যা প্রতিদিনের ডেটা সহ 5জি ডেটা অফার করে। এছাড়া জিও সম্প্রতি IPL সহ একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। এতে গ্রাহকরা 90 দিনের জন্য JioHotstar এর ফ্রি সাবস্ক্রিপশন অফার করে। আসুন জেনে নেওয়া যাক এই সস্তা 98 দিনের রিচার্জ প্ল্যান সম্পর্কে।
রিলায়েন্স জিওর এই রিচার্জ প্ল্যান 98 দিনের ভ্যালিডিটি সহ আসে। এই রিচার্জ প্ল্যানে পাওয়া সুবিধা হিসেবে এতে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা সুবিধা পাবেন। এছাড়া গ্রাহকদের এই প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 100 SMS ফ্রি দেওয়া হয়।
আরও পড়ুন: চোখ ধাঁধানো ফিচার এবং সবচেয়ে শক্তিশালী Poco F7 Ultra এবং Poco F7 Pro লঞ্চ, জানুন দাম কত
রিলায়েন্স জিও এর প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম 999 টাকা। জিও রিচার্জ প্ল্যানে 5G স্মার্টফোন গ্রাহকরা আনলিমিটেড 5জি ডেটা সুবিধা পাবেন। এছাড়া কোম্পানি এই প্ল্যানে গ্রাহকদের জিও টিভি এবং জিও AI ক্লাউড এর সাক্সেস অফার করছে।
কোম্পানি এই রিচার্জ প্ল্যানে 90 দিনের জন্য জিওহটস্টার এর মোবাইল বা টিভি সাবস্ক্রিপশন দিচ্ছে।
আরও পড়ুন: সবচেয়ে সস্তায় বিক্রি হচ্ছে এই 5G স্মার্টফোন, Flipkart সেলে ধামাকা অফার, দেখে নিন লিস্ট