জনপ্রিয় সরকারি মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL ইউজারদের জন্য বিভিন্ন দামের প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে। যে সমস্ত ইউজারেরা বিভিন্ন শর্ট-টার্ম প্ল্যানের সন্ধানে রয়েছেন তাদের জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) বেশ কয়েকটি বাজেট ফ্রেন্ডলি প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে। প্যাকগুলির সর্বাধিক ভ্যালিডিটি 28 দিন হলেও পাওয়া যাবে লং-টার্ম প্যাকের মতন সুবিধা। এই প্রিপেইড প্ল্যানগুলি রয়েছে মাত্র 200 টাকা বাজেটের মধ্যেই। আসুন দেখে নেওয়া যাক-
BSNL 118 টাকার প্রিপেইড প্ল্যান-
এই BSNL প্রিপেইড প্ল্যানে ইউজারদের অফার করা হচ্ছে ডেইলি 0.5GB করে ডেটা।
প্যাকের ভ্যালিডিটি রয়েছে 26 দিন।
পুরো ভ্যালিডিটিতে ইন্টারনেট পাওয়া যাবে মোট 13 GB।
আসছে ডেইলি ফ্রি 100 এসএমএস এবং আনলিমিটেড কলিং বেনিফিটের সাথে।
BSNL-র পাশাপাশি রিলায়েন্স জিও এবং এয়ারটেল 200 টাকা বাজেটে দুটি প্রিপেইড নিয়ে হাজির হয়েছে। এয়ারটেল এবং জিও কোম্পানি দুজনেই 199 টাকা এবং 148 টাকার প্রিপেইড প্ল্যান অফার করে। জিও প্ল্যানগুলিতে জিও সিনেমা, জিও টিভি সমেত সমস্ত জিও অ্যাপের ফ্রি বেনিফিট অফার করা হয়।এয়ারটেলের প্যাকগুলিতে সমস্ত এয়ারটেলের অফিসিয়াল অ্যাপের ফ্রি অ্যাক্সেসের পাশাপাশি হেলথ বেনিফিট এনজয় করার সুযোগ দেওয়া হয় ইউজারদের।