digit zero1 awards

আনলিমিটেড কল এবং হাই-স্পিড ডেটার সঙ্গে সেরা BSNL ব্রডব্যান্ড প্ল্যান, দাম 800 টাকার কম

আনলিমিটেড কল এবং হাই-স্পিড ডেটার সঙ্গে সেরা BSNL ব্রডব্যান্ড প্ল্যান, দাম 800 টাকার কম
HIGHLIGHTS

BSNL টেলিকম 800 টাকা বাজেটের মধ্যে বেশ কয়েকটি ব্রডব্যান্ড প্ল্যান অফার করছে

এই প্ল্যানগুলিতে পাওয়া যাবে হাই স্পিড ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা

ব্রডব্যান্ড প্ল্যানগুলি শুরু হচ্ছে 299 টাকা থেকে

BSNL বা ভারত সঞ্চার নিগম লিমিটেড গ্রাহকদের জন্য সস্তার প্রিপেইড প্ল্যানের পাশাপাশি বেশ কয়েকটি বাজেট ফ্রেন্ডলি ব্রডব্যান্ড প্ল্যান নিয়েও হাজির হয়েছে। এই ব্রডব্যান্ড প্যাকগুলি পাওয়া যাবে মাত্র 800 টাকা বাজেটের মধ্যেই। এই প্ল্যানে মিলবে আনলিমিটেড কলিং এবং হাই-স্পিড ইন্টারনেটের সুবিধা।

আপনিও যদি কম দামে ভালো ডেটা বেনিফিট সমেত ব্রডপ্ল্যানের সন্ধানে থাকেন, তবে একনজরে দেখে নিন পারেন BSNL টেলিকম সংস্থার ব্রডব্যান্ড প্ল্যানের লিস্ট-

BSNL 299 টাকার ব্রডব্যান্ড প্ল্যান-

299 টাকার ব্রডব্যান্ড প্ল্যানে BSNL অফার করছে 100GB CUL এবং 100GB হাই-স্পিড ডেটা। এই প্ল্যানে পাওয়া যাবে 10Mbps ডেটা স্পিড। মোট 100GB ডেটা খরচ হয়ে গেলে ডেটা কানেকশন চলবে 2Mbps স্পিডে। প্রথম ছয়মাস এই ব্রডব্যান্ড প্ল্যানকে এনজয় করার পর 399 টাকার BSNL ব্রডব্যান্ড প্ল্যানে মাইগ্রেট করা যাবে। অ্যাডিশনাল বেনিফিট হিসেবে এই প্ল্যানে পাওয়া যাবে STD এবং লোকাল নেটওয়ার্কে আনলিমিটেড কলের সাথে ফ্রি ল্যান্ডলাইন কানেকশনের সুবিধা। তবে এই ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে পাওয়া যাবে না কোনো ওটিটি বেনিফিট।

BSNL 399 টাকার ব্রডব্যান্ড প্ল্যান-

BSNL 399 টাকার ব্রডব্যান্ড প্ল্যানে অফার করছে 10 Mbps স্পিডের মোট 200GB ডেটা। এই প্ল্যানের FUP লিমিট পেরিয়ে গেলে ইন্টারনেট চলবে 2Mbps স্পিডে। এই প্ল্যানের সঙ্গেও পাওয়া যাবে আনলিমিটেড কলের সুবিধার সাথে ফ্রি – ল্যান্ডলাইন কানেকশন।

BSNL 555 টাকার ব্রডব্যান্ড প্ল্যান-

BSNL সংস্থার 555 টাকার DSL ব্রডব্যান্ড প্ল্যানে পাওয়া যাচ্ছে মোট 500GB ডেটা, 10Mbps স্পিডের। এই ডেটা লিমিট পেরিয়ে গেলে নেট চলবে 2Mbps স্পিডে। এই ব্রডব্যান্ড প্ল্যানে মিলবে আনলিমিটেড ভয়েস কলের বেনিফিট।

BSNL 779 টাকার ব্রডব্যান্ড প্ল্যান-

টেলিকম সংস্থা BSNL-র 779 টাকার ব্রডব্যান্ড প্ল্যানে অফার করা হচ্ছে 10 Mbps স্পিডের ডেটা। এই প্ল্যানে মিলবে মোট 779 GB ডেটা। মোট ডেটা লিমিট পেরিয়ে গেলে এই ব্রডব্যান্ড প্ল্যানে ডেটা চলবে 2Mbps স্পিডে। এই প্ল্যানে 24 ঘণ্টার জন্য পাওয়া যাবে আনলিমিটেড কলের বেনিফিট। এই BSNL 779 টাকার ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে পাওয়া যাবে Disney Plus Hotstar ওটিটি সাবস্ক্রিপশন।
এই ব্রডব্যান্ড প্ল্যানগুলির অ্যাক্সেস পাওয়া যাবে BSNL টেলিকমের টোল ফ্রি নাম্বারে। এছাড়াও কাস্টমার সার্ভিস সেন্টার এবং রিটেইল স্টোরে এই প্ল্যানগুলিকে সাবস্ক্রাইব করা যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo