নতুন এক কামাল করল এয়ারটেল, এয়ারটেল জাগরনাট বুক্সের স্ট্র্যাটেজিক পার্টনার্শিপ পেয়েছে

নতুন এক কামাল করল এয়ারটেল, এয়ারটেল জাগরনাট বুক্সের স্ট্র্যাটেজিক পার্টনার্শিপ পেয়েছে
HIGHLIGHTS

জাগরনাট বুক্স উচ্চ গুনমানের একটি জনপ্রিয় ডিজিটাল মঞ্চ

ভারতের সবথেকে বড় দূরসঞ্চার পরিষেবা প্রদানকারী কোম্পানি ভারতী এয়রটেল সোমবার জানিয়েছে যে তারা জাগরনাট বুক্সের একটি রননৈতিক অংশীদারি পেয়েছে। জাগরনাট বুক্স একটি উচ্চ গুনমানের বুক যা অনুসন্ধান বা পড়া বা নিজের সখের লেখা তৈরি করার একটি জনপ্রিয় ডিজিটাল মঞ্চ।

দূরসঞ্চার পরিষেবা প্রদানকারী একটি ওপেন ডিজিটাল মঞ্চ আর এই ক্ষেত্রে এয়ারটেল একটি নতুন জায়গা নিয়েছে। প্রকাশক অনুসারে এয়ারটেলের নিবেশ জাগরনাটে জিনিস অধিগ্রহণ আর ডিজিটাল বিপনন বাড়ানোর ক্ষেত্রে সক্ষম হবে।

ভারতী এয়ারটেলের প্রধান বিত্ত অফিসার বাদল বাগরি বলেছেন যে, “জাগরনাট একটি রোমাঞ্চকর ডিজিটাল মঞ্চ আর আমাদের সামগ্রিক দৃষ্টিকোনকে এটি সম্পূর্ণ করবে। আমারা তাদের সঙ্গে কাজ করে এবং নিজেদের পরবর্তী বিকাসের যাত্রা সমর্থনের দিকে দেখতে পাচ্ছি”

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo