digit zero1 awards

নতুন একটি প্ল্যান নিয়ে এল এয়ারটেল, এই প্ল্যানে এয়ারটেল 300 GB ডাটা দিচ্ছে

নতুন একটি প্ল্যান নিয়ে এল এয়ারটেল, এই প্ল্যানে এয়ারটেল 300 GB ডাটা দিচ্ছে
HIGHLIGHTS

এয়ারটেলের এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং আর প্রতিদিন 100 SMS ও পাওয়া যাচ্ছে, প্রতিদিনের কোন ডাটা লিমিট নেই

ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রির সমস্ত প্রতিযোগী কোম্পানিকে করা টক্কর দেওয়ার জন্য এয়ারটেল একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানে এয়ারটেল তাদের গ্রাহকদের 300 GB ডাটা দিচ্ছে। আর এর সঙ্গে এই প্ল্যানে কোম্পানি আনলিমিটেড ভয়েস আর প্রতিদিন 100 SMS এর সুযোগও দিচ্ছে।

এই প্ল্যানে প্রতিদিনের ডাটা ব্যবহারের ক্ষেত্রে কোন লিমিট দেওয়া হয়নি। ইউজার এই 300GB ডাটা এক বছরের মধ্যে যে কোন সময় শেষ করতে পারে। এই প্ল্যানটির দাম Rs 3999  রাখা হয়েছে। আর যদি হিসেব করে দেখা যায় তবে এক মাসের জন্য আসলে Rs 334  দেন।

আপনার যদি এয়ারটেলের এই প্ল্যানটি পছন্দ না হয় তবে এয়ারটেলের Rs 349 দামের প্ল্যানটি নিতে পারেন। এতে ইউজাররা 1.5 GB 4G  ডাটা, আনলিমিটেড ভয়েস কলিং আর প্রতিদিন 100 SMS পাওয়া যায়।  

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo