ভারতের অন্যতম প্রথম সারির টেলিকম সংস্থা হল Airtel। এই টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্ল্যান এনে থাকে। এর মধ্যে আছে কিছু বার্ষিক প্ল্যান।
এখানে দৈনিক ডেটা পাওয়া যায়, সঙ্গে থাকে আনলিমিটেড কল করার সুযোগ সহ, মেসেজ পাঠানোর সুবিধা। অন্যান্য সুবিধাও মেলে। Airtel -এর এমন দুটি বার্ষিক প্ল্যান আছে যেখানে দৈনিক ডেটা সহ এই সুবিধাগুলো পাওয়া যায়। এগুলোর বৈধতা 365 দিন। দাম? 2,999 টাকা এবং 3,359 টাকা।
যাঁরা অনেক সুবিধা সহ দীর্ঘকালীন প্ল্যান খুঁজছেন তাঁদের জন্য এই প্ল্যান ভীষণই আদর্শ। এখানে গ্রাহকরা রোজ 2 GB ডেটা পাবেন। একবার এক দৈনিক কোটা ফুরিয়ে গেলে স্পিড কমে যাবে 64 KBPS -এ।
ফলে এই প্ল্যানে যা ডেটা পাওয়া যাবে সেটা নানা অফিসিয়াল কাজ কর্ম সহ অনলাইনে কনটেন্ট দেখায় সাহায্য করবে। এখানে একই সঙ্গে আনলিমিটেড কল, STD, রোমিং কল করার সুবিধা পাওয়া যাবে। সঙ্গে রোজ 100 টা করে মেসেজ পাঠানো যাবে।
এছাড়া আপনি যদি 5G পরিষেবা উপলব্ধ আছে এমন জায়গায় থাকেন আর আপনার কাছে 5G ফোন থাকে তাহলে আপনি সেই পরিষেবা পেতে পারবেন। একই সঙ্গে তিন মাসের জন্য Apollo 24X7 সার্কেল, Fastag -এ 100 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। Hellotune সহ Wynk মিউজিকের সুবিধা মিলবে ফ্রিতে।
এখানে 2.5 GB করে ডেটা মিলবে রোজ। ফলে যাঁরা এক একদিনে অনেকটা করে ডেটা খরচ করেন তাঁদের জন্য এই প্ল্যান ভীষণই আদর্শ। একবার এই দৈনিক কোটা ফুরিয়ে গেলে স্পিড 64 KBPS -এ কমে যাবে।
এখানেও 365 দিনের জন্য আনলিমিটেড কল, STD, রোমিং কল করার সুবিধা পাওয়া যাবে। সঙ্গে রোজ 100 টা করে মেসেজ পাঠানো যাবে। এছাড়া আপনি যদি 5G পরিষেবা উপলব্ধ আছে এমন জায়গায় থাকেন আর আপনার কাছে 5G ফোন থাকে তাহলে আপনি সেই পরিষেবা পেতে পারবেন।
একই সঙ্গে তিন মাসের জন্য Apollo 24X7 সার্কেল, Fastag -এ 100 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। Hellotune সহ Wynk মিউজিকের সুবিধা মিলবে ফ্রিতে। এছাড়া এক বছরের জন্য Disney Plus Hotstar মোবাইলের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।
ফলে আপনার দৈনিক কেমন ডেটা প্রয়োজন হয় সেটার ভিত্তিতে আপনি এই প্ল্যানগুলোর একটি বেছে নিতে পারেন। মনে রাখবেন ইতিমধ্যেই Airtel -এর তরফে দেশের 3000 টির বেশি শহরে 5G পরিষেবা চালু করে দেওয়া হয়েছে। আপনি যদি যদি এই বার্ষিক প্ল্যান নেন তাহলে আপনি কিন্তু 5G পরিষেবার সুবিধা পেতে পারবেন তাও বিনামূল্যে।