Airtel-Jio-Vi এর এই প্ল্যান দিচ্ছে চুরান্ত অফার, এক বছর ফ্রি কলিং, ডেটা

Updated on 17-Jan-2022
HIGHLIGHTS

সর্বপ্রথম Airtel তাদের ট্যারিফ রেট বাড়িয়েছিল

Airtel-এ 359 টাকা, 549 টাকা, 839 টাকা এবং 2999 টাকা এই চারটি দামে 2GB ডেইলি ডেটার সুবিধা পাওয়া যাবে

Jio 2879 টাকায় এক বছরের ভ্যালিডিটি দেয়

2021 এর শেষের দিকেই প্রতিটি টেলিকম কোম্পানি তাদের প্রিপেড প্ল্যানে প্রায় 20 থেকে 25 শতাংশ করে ট্যারিফ রেট বাড়িয়েছে। সর্বপ্রথম Airtel তাদের ট্যারিফ রেট বাড়িয়েছিল। এরপর একে একে সেই পথেই হেঁটেছে Jio এবং Vi। যদিও BSNL এই পথ অনুসরণ করেনি। তাদের তরফে এখনও কোনও ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি করা হয়নি। বরং বর্তমানে যে প্ল্যানগুলি রয়েছে সেই প্ল্যানগুলির ক্ষেত্রে এক্সট্রা সুবিধাও দিচ্ছে।

কোন প্ল্যানটি রিচার্জ করলে বছরের শেষে লাভজনক হতে পারেন তা জানার জন্যে দেখে নিন- 

Airtel-এর 2GB মাসিক এবং বার্ষিক প্রিপেইড প্ল্যান

Airtel-এ 359 টাকা, 549 টাকা, 839 টাকা এবং 2999 টাকা এই চারটি দামে 2GB ডেইলি ডেটার সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানগুলির ভ্যালিডিটি হল যথাক্রমে 28 দিন, 56দিন, 84দিন এবং 365 দিন। যদি কোনও Airtel গ্রাহক 359 টাকার প্ল্যানটি Airtel এর নিজস্ব অ্যাপ থেকে রিচার্জ করেন তাহলে তাঁর ক্ষেত্রে 50 টাকার ছাড় পাবেন। অর্থাৎ ওই প্ল্যানের জন্য তাঁকে দিতে হবে 309 টাকা। এই প্ল্যানগুলির মধ্যে 2GB ডেটার পাশাপাশি 100টি করে SMS এবং আনলিমিটেড কল করার সুবিধাও দেওয়া হয়।

গণনা করে দেখা যায় , Airtel গ্রাহকরা যদি একবারে লং ভ্যালিডিটির প্ল্যান  রিচার্জ করেন সেক্ষেত্রে তাঁদের সুবিধা অনেকটাই বেশি। কারণ, 359 টাকার প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিনের। অর্থাৎ ওই প্ল্যান দিয়ে যদি কোনও গ্রাহক 12 মাস রিচার্জ করেন তাহলে তিনি মোট 4308 টাকা খরচ করবেন। কিন্তু তিনি যদি একবছরের প্ল্যান দিয়ে রিচার্জ করেন তাহলে তাঁর খরচ হবে মাত্র 2999 টাকা। অর্থাৎ সেই ইউজার  হবে 1309 টাকা বাঁচাবেন এবং এই 2999 টাকা যদি প্রত্যেক মাসের হিসেবে ভাগ করা হয় তাহলে দেখা যাবে মাসে 250 টাকা করে খরচ পড়ছে।

Jio-এর 2GB মাসিক ও বার্ষিক প্রিপেইড প্ল্যান

Jio এর 2GB এর প্ল্যানগুলির দাম 299টাকা,533 টাকা,719 টাকা এবং 2879 টাকা। 299 টাকায় গ্রাহকরা প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুবিধার পাশাপাশি রোজ 100টি করে SMS পাঠানোর সুযোগ পাবেন, প্ল্যানটির ভ্যালিডিটি 28দিন। 533টাকার রিচার্জ প্ল্যানটি ভ্যালিডিটি 56 দিন। এছাড়াও 84 দিন ভ্যালিডিটির প্ল্যানটির দাম 719 টাকা। Jio 2879 টাকায় এক বছরের ভ্যালিডিটি দেয়। 

গণনা অনুযায়ী,  299 টাকার রিচার্জটি 12 মাস  করলে বার্ষিক প্ল্যানটির থেকে  709 টাকা বেশি খরচ হবে Jio গ্রাহকদের। অন্যান্য রিচার্জ প্ল্যানগুলি দেখলেও বোঝা যাবে যে Jio-এর বার্ষিক প্ল্যানেই বাঁচবে সবচেয়ে বেশি টাকা।

Vi-এর 2GB মাসিক ও বার্ষিক প্রিপেড প্ল্যান

Vi এর 28দিন, 56 দিন,84দিনের জন্য 2GB ডেটা ইউজের প্ল্যান রয়েছে। সেক্ষেত্রে 28 দিনের জন্য প্রিপেড প্ল্যানটির খরচ 359টাকা, 56 দিনের জন্য প্ল্যানটির খরচ 539টাকা এবং 84 দিনের জন্য প্ল্যানটির খরচ 839 টাকা। পাশাপাশি, Vi এর এক বছরের প্ল্যানটির জন্য খরচ করতে হবে 2899টাকা, সেক্ষেত্রে দৈনিক 1.5GB করে ডেটা ব্যবহারের সুবিধা পাবেন Vi গ্রাহকরা।

গণনা থেকে জানা যায়, 359 টাকার রিচার্জটি 12 মাস  করলে বার্ষিক প্ল্যানটির থেকে  1409 টাকা বেশি খরচ হবে Vi গ্রাহকদের। সুতরাং, বার্ষিক প্ল্যানটিতেই পাবেন সবচেয়ে বেশি লাভ এবং খরচ হবে কম।

Connect On :