digit zero1 awards

56 দিনের ভ্যালিডিটি সহ Airtel, Reliance Jio, Vi এর সেরা প্রিপেইড প্ল্যান, দেখে নিন লিস্ট

56 দিনের ভ্যালিডিটি সহ Airtel, Reliance Jio, Vi এর সেরা প্রিপেইড প্ল্যান, দেখে নিন লিস্ট
HIGHLIGHTS

এয়ারটেল (Airtel) , রিলায়েন্স জিও (Reliance Jio) , ভোডাফোন- আইডিয়া (Vi) 56 দিনের ভ্যালিডিটির প্রিপেইড প্যাক অফার করছে

প্ল্যানগুলি শুরু হচ্ছে 399 টাকা থেকে

পাওয়া যাবে ফ্রি Disney+Hotstar মোবাইল সাবস্ক্রিপশন

এয়ারটেল (Airtel), রিলায়েন্স জিও (Reliance Jio), ভোডাফোন-আইডিয়া (Vi) টেলিকম সংস্থা ইউজারদের জন্য বেশ কয়েকটি 56 দিনের ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যান অফার করে। যে সমস্ত গ্রাহকেরা কোনো লম্বা ভ্যালিডিটির প্রিপেইড প্যাকের অ্যাক্সেস নিতে চান না অথচ প্রতি মাসেও প্যাকের রিচার্জ করতে চান না, তাদের জন্য এই প্রিপেইড প্যাকগুলি হতে পারে বেস্ট চয়েস। 56 দিনের ভ্যালিডিটির রিচার্জ প্ল্যানগুলির বেশিরভাগই ডেইলি 3GB করে ডেটা অফার করে। সেইসঙ্গে পাওয়া যায় ফ্রি Disney+Hotstar মোবাইল সাবস্ক্রিপশন। এই প্ল্যানগুলি শুরু হচ্ছে 399 টাকা থেকে এবং পাওয়া যাবে 701 টাকা পর্যন্ত।

এয়ারটেলের (Airtel) 56 দিনের ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যান

399 টাকার এয়ারটেল প্রিপেইড প্ল্যান

এই এয়ারটেল প্ল্যানে অফার করা হচ্ছে ডেইলি 1.5GB ডেটা। সেইসঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 ফ্রি এসএমএসের সুবিধা। এই প্ল্যানের সাথে পাওয়া যাবে Prime Video Mobile এডিশন, Airtel XStream এবং Wynk Music অ্যাপের ফ্রি অ্যাক্সেস। প্যাকের ভ্যালিডিটি রয়েছে 56 দিন।

449 টাকার এয়ারটেল প্রিপেইড প্ল্যান

এই এয়ারটেল প্ল্যানে ইউজারেরা পাবেন প্রতিদিন 2GB করে ডেটা। পাওয়া যাবে আনলিমিটেড কলের সুবিধা এবং ভ্যালিডিটি থাকবে 56 দিন। এই প্ল্যানে পাওয়া যাবে ডেইলি 100 ফ্রি এসএমএসের বেনিফিট। স্ট্রিমিং অ্যাক্সেস হিসেবে দেওয়া হবে Prime Video Mobile এডিশন, Airtel XStream এবং Wynk Music অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

558 টাকার এয়ারটেল প্রিপেইড প্ল্যান

এই এয়ারটেল প্রিপেইড প্ল্যানে পাওয়া যাবে ডেইলি 3GB ডেটা, মোট 56 দিনের ভ্যালিডিটির সাথে। এই প্যাকে পাওয়া যাবে প্রতিদিন 100 ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা। এই প্যাকে পাওয়া যাবে Amazon Prime Video Mobile এডিশনের ফ্রি অ্যাক্সেস। সেইসঙ্গে মিলবে ফ্রি HelloTunes এবং Wynk Music অ্যাপের সাবস্ক্রিপশন।

রিলায়েন্স জিও Reliance Jio 56 দিনের ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যান

399 টাকার রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যান

এই জিও প্রিপেইড প্ল্যানে ইউজারকে অফার করা হচ্ছে ডেইলি 1.5GB ডেটা। পাওয়া যাবে আনলিমিটেড কলের সুবিধার সাথে। এই প্ল্যানে মিলবে ডেইলি 100 ফ্রি এসএমএসের সুবিধা এবং পাওয়া যাবে অন্যান্য সমস্ত জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন। ভ্যালিডিটি রয়েছে 56 দিন।

444 টাকার রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যান

এই রিলায়েন্স জিও প্ল্যানে ইউজারেরা পাবেন ডেইলি 2GB করে ডেটা। পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং ডেইলি 100 ফ্রি এসএমএসের বেনিফিট। এই 56 দিনের ভ্যালিডিটির প্ল্যানে পাওয়া যাবে সমস্ত জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

666 টাকার রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যান

এই জিও প্ল্যানে পাওয়া যাবে ডেইলি 2GB করে ডেটা মোট 56 দিনের জন্য। প্ল্যানে অফার করা হচ্ছে আনলিমিটেড কলের সুবিধা ডেইলি 100 ফ্রি এসএমএসের পাশাপাশি। এছাড়া পাওয়া সমস্ত জিও কমপ্লিমেন্টারি অ্যাপের ফ্রি অ্যাক্সেস। এই প্রিপেইড প্যাকের সাথে পাওয়া যাবে Disney+Hotstar অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

ভোডাফোন আইডিয়া(Vi) 56 দিনের ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যান

269 টাকার ভোডাফোন আইডিয়া প্রিপেইড প্ল্যান

এই ভোডাফোন আইডিয়া প্রিপেইড প্ল্যানে ইউজারকে অফার করা হচ্ছে মোট 4GB ডেটা। এই প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং ডেইলি 600 ফ্রি এসএমএসের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 56 দিন এবং প্যাকের সাথে পাওয়া যাবে Vi মুভিজ এবং টিভি অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

399 টাকার ভোডাফোন আইডিয়া প্রিপেইড প্ল্যান

ভোডাফোন আইডিয়ার 399 টাকার প্রিপেইড প্ল্যানে অফার করা হচ্ছে ডেইলি 1.5GB করে ডেটা। পাওয়া যাবে আনলিমিটেড কল এবং 100 ফ্রি এসএমএসের সুবিধা। এই প্ল্যানে দেওয়া হবে উইকেন্ড রোলওভার ডেটা বেনিফিট এবং সাথে পাওয়া যাবে Vi মুভিজ এবং টিভি অ্যাপের ফ্রি অ্যাক্সেস। এছাড়া Vi অ্যাপ থেকে রিচার্জ করলে পাওয়া যাবে 5GB বাড়তি ডেটা। 

449 টাকার ভোডাফোন আইডিয়া প্রিপেইড প্ল্যান

Vi 449 টাকার প্রিপেইড প্ল্যানে পাওয়া যাবে ডেইলি 4GB করে ডেটা, মোট 56 দিনের জন্য। প্যাকের সাথে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং 100 ফ্রি এসএমএসের সুবিধা। এই প্যাক আসছে Binge all night এবং ডেটা রোলওভার বেনিফিটের সাথে।

601 টাকার ভোডাফোন আইডিয়া প্রিপেইড প্ল্যান

এই Vi প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন মোট 75GB ডেটা। মিলবে Disney+Hotstar অ্যাপের একবছরের ফ্রি অ্যাক্সেস।

701 টাকার ভোডাফোন আইডিয়া প্রিপেইড প্ল্যান

এই প্রিপেইড প্ল্যানে Vi ইউজারেরা পাবেন ডেইলি 3GB করে ডেটা, আনলিমিটেড কলের সুবিধার সাথে। এই প্যাকে পাওয়া যাবে 100 ফ্রি এসএমএসের বেনিফিট এবং ভ্যালিডিটি থাকবে 56 দিন। মিলবে Disney+Hotstar অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo