digit zero1 awards

Airtel vs Jio vs Vi: 100 টাকার কমে কে অফার সেরা প্রিপেইড প্ল্যান

Airtel vs Jio vs Vi: 100 টাকার কমে কে অফার সেরা প্রিপেইড প্ল্যান
HIGHLIGHTS

সস্তার Airtel, Jio, Vi এর প্ল্যানগুলি পাওয়া যাচ্ছে মাত্র 100 টাকার মধ্যে

Airtel, Jio, Vi-এর এই প্ল্যানগুলির কোনোটিতে রয়েছে টকটাইমের সুবিধা, আবার কোনটিতে রয়েছে ডেটা প্যাক

কোনো প্ল্যানে টকটাইম ও ডেটা দুটোই একসঙ্গে পাওয়া যাচ্ছে

Airtel, Jio, Vi সমেত একাধিক স্মার্টফোন কোম্পানি সস্তায় নানা রকমের প্ল্যান বাজারে এনেছে। সস্তার এই প্ল্যানগুলি পাওয়া যাচ্ছে মাত্র 100 টাকার মধ্যে। এই প্ল্যানগুলির কোনোটিতে রয়েছে টকটাইমের সুবিধা, আবার কোনটিতে রয়েছে ডেটা প্যাক। আবার কোনো প্ল্যানে টকটাইম ও ডেটা দুটোই একসঙ্গে পাওয়া যাচ্ছে।  আসুন জেনে নেওয়া যাক এই সমস্ত পকেট ফ্রেন্ডলি প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত-

Airtel-র তরফে 100 টাকার মধ্যে প্রিপেইড প্ল্যান –

  • 19 টাকার প্ল্যানে দেওয়া হচ্ছে 200MB ডেটা, 2 দিনের জন্য।
  • 48 টাকার প্ল্যানে দেওয়া হচ্ছে 3GB ডেটা, 28 দিনের জন্য।
  • 49 টাকার প্ল্যানে দেওয়া হচ্ছে 100MB ডেটা সঙ্গে টকটাইম, ভ্যালিডিটি 28 দিন।
  • 79 টাকার প্ল্যানে দেওয়া হচ্ছে 200MB ডেটা, সঙ্গে টকটাইম, ভ্যালিডিটি 28 দিন।

Vi-র 100 টাকার মধ্যে প্রিপেইড প্ল্যান –

  • 16 টাকার প্ল্যান- এতে দেওয়া হচ্ছে 1GB ডেটা, 24 ঘণ্টার জন্য। এছাড়া Vi App –এ Movies ও TV shows –র ওপর পাওয়া যাচ্ছে  অ্যাক্সেস। 
  • 19 টাকার প্ল্যানে   দেওয়া হচ্ছে 200 MB ডেটা, আনলিমিটেড কলিং।  ভ্যালিডিটি 2 দিন। 
  • 39 টাকার প্ল্যানে দেওয়া হচ্ছে  100 MB ডেটা। সঙ্গে দেওয়া হচ্ছে টকটাইম, ভ্যালিডিটি 28 দিন।
  • 48  টাকার প্ল্যানে  দেওয়া হচ্ছে 3GB ডেটা,28 দিনের জন্য । অ্যাপ থেকে recharge করালে মিলছে 200 MB বাড়তি ডেটা।
  • 49 টাকার প্ল্যানে দেওয়া হচ্ছে 300MB ডেটা, ভ্যালিডিটি 28 দিন।
  • 79 টাকার প্ল্যানে দেওয়া হচ্ছে  400MB ডেটা, সঙ্গে দেওয়া হচ্ছে টকটাইম। ভ্যালিডিটি  64 দিন। অ্যাপ থেকে recharge করালে মিলছে 200 MB বাড়তি ডেটা।
  • 98 টাকার প্ল্যানে দেওয়া হচ্ছে  12GB ডেটা, ভ্যালিডিটি 28 দিন।

Jio-র 100 টাকার মধ্যে প্রিপেইড প্ল্যান –

  • 10 টাকার প্ল্যানে দেওয়া হচ্ছে 1GB ডেটা, 124 IUC minutes
  • 20 টাকার প্ল্যানে দেওয়া হচ্ছে 2GB  ডেটা, 249 IUC minutes
  • 50  টাকার প্ল্যানে দেওয়া হচ্ছে 5GB  ডেটা, 656 IUC minutes
  • 100 টাকার প্ল্যানে দেওয়া হচ্ছে 10GB ডেটা, 1362 IUC minutes

BSNL-এর 100 টাকার মধ্যে প্রিপেইড প্ল্যান –

  • 97 টাকার প্ল্যানে দেওয়া হচ্ছে 2GB ডেটা প্রতিদিন, 100 এসএমএস  এবং আনলিমিটেড কল।
  • 99  টাকার প্ল্যানে দেওয়া হচ্ছে 22 দিনের ভ্যালিডিটি। 
  • 98  টাকার প্ল্যানে দেওয়া হচ্ছে 2GB ডেটা প্রতিদিন,22 দিনের ভ্যালিডিটি। 
  • 94 টাকার প্ল্যানে দেওয়া হচ্ছে 3GB ডেটা, 75 দিনের ভ্যালিডিটি, 100 মিনিটের ফ্রি ভয়েস কল।
  • 75 টাকার প্ল্যানে দেওয়া হচ্ছে 2GB ডেটা, 50 দিনের ভ্যালিডিটি, 100 মিনিটের ফ্রি ভয়েস কল।
Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo