digit zero1 awards

Reliance Jio, Airtel, Vi এবং BSNL এর 300 টাকার সেরা প্রিপেইড প্ল্যান, মিলবে প্রতিদিন 2GB ডেটা

Reliance Jio, Airtel, Vi এবং BSNL এর 300 টাকার সেরা প্রিপেইড প্ল্যান, মিলবে প্রতিদিন 2GB ডেটা
HIGHLIGHTS

রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel), ভোডাফোন-আইডিয়া(Vi) , BSNL - 300 টাকার মধ্যে প্রিপেইড প্ল্যানের অপশন

বেশ কয়েকটি প্ল্যান অফার করছে স্ট্রিমিং বেনিফিট

Reliance Jio, Airtel, Vi, BSNL-এর এই প্ল্যানগুলির ভ্যালিডিটি 28 দিন

রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel), ভোডাফোন-আইডিয়া (Vi), BSNL ইউজারদের জন্য 300 টাকার মধ্যে বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলির ভ্যালিডিটি কম দিনের হলেও আসছে ডেটা, কলিং এবং SMS বেনিফিটের সাথে। আপনিও যদি 300 টাকার মধ্যে প্রিপেইড প্ল্যানের সন্ধানে থাকেন তবে দেখে নিতে পারেন একনজরে-

এয়ারটেল (Airtel) 300 টাকার মধ্যে প্রিপেইড প্ল্যান

এয়ারটেল 219 টাকার প্রিপেইড প্ল্যান-

এই এয়ারটেল প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন ডেইলি 1GB ডেটা। সেইসঙ্গে পাওয়া যাবে প্রতিদিন 100 ফ্রি এসএমএসের সুবিধা। অ্যাডিশনাল বেনিফিট হিসেবে এই প্ল্যানে পাওয়া যাবে এয়ারটেল XStream এবং Wynk Music অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

এয়ারটেল 249 টাকার প্রিপেইড প্ল্যান-

এই এয়ারটেল প্ল্যানে অফার করা হচ্ছে ডেইলি 1.5GB ডেটা। সেইসঙ্গে রয়েছে আনলিমিটেড কলিং এবং 100 ফ্রি ডেইলি এসএমএস বেনিফিট।

এয়ারটেল 279 টাকার প্রিপেইড প্ল্যান-

এই এয়ারটেল প্রিপেইড প্ল্যানে অফার করা হচ্ছে ডেইলি 2GB ডেটা, আনলিমিটেড কলের বেনিফিটের সাথে। এই প্ল্যানে পাওয়া যাবে ডেইলি ফ্রি 100 এসএমএসের সুবিধা। অ্যাডিশনাল বেনিফিট হিসেবে পাওয়া যাবে এয়ারটেল XStream সাবস্ক্রিপশন, ফ্রি- অনলাইন কোর্স এবং FasTag অ্যাপে 150 টাকার ক্যাশব্যাক। এই প্রিপেইড প্ল্যানের সাথে পাওয়া যাবে Bharti Axa লাইফ ইন্স্যুরেন্সের অ্যাক্সেস। এই প্ল্যানের সাথে 10 টাকা বেশি খরচ করলে পাওয়া যাবে Zee5 অ্যাপের অ্যাক্সেস।

রিলায়েন্স জিও (Reliance Jio) 300 টাকার মধ্যে প্রিপেইড প্ল্যান

রিলায়েন্স জিও 155 টাকার প্রিপেইড প্ল্যান –

এই জিও প্ল্যানে ইউজারেরা পাবেন মোট 28GB ডেটা। প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। মানে প্রতিদিন পাওয়া যাবে 1GB ডেটা। এই প্ল্যানে ইউজারদের অফার করা হবে আনলিমিটেড কল এবং 300 ফ্রি এসএমএস। অ্যাডিশনাল বেনিফিট হিসেবে মিলবে সমস্ত জিও অ্যাপের অ্যাক্সেস।

রিলায়েন্স জিও 185 টাকার প্রিপেইড প্ল্যান –

রিলায়েন্স জিও 185 টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে আনলিমিটেড কলের সাথে পাওয়া যাবে মোট 28GB ডেটা। সেইসঙ্গে দেওয়া হবে মোট 300 ফ্রি এসএমএস বেনিফিট। প্রিপেইড প্ল্যানের সাথে পাওয়া যাবে সমস্ত জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস। 

রিলায়েন্স জিও 199 টাকার প্রিপেইড প্ল্যান –

এই জিও প্রিপেইড প্ল্যানও আসে 28 দিনের ভ্যালিডিটির সাথে। এই প্ল্যানে ইউজারদের অফার করা হয় ডেইলি 1.5 GB ডেটা। মানে পুরো ভ্যালিডিটিতে ডেটা পাওয়া যাবে 42GB। এই প্ল্যানের সঙ্গে পাওয়া যাবে প্রতিদিন 100 ফ্রি এসএমএস, আনলিমিটেড কলিং এবং জিও অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন।

রিলায়েন্স জিও 249 টাকার প্রিপেইড প্ল্যান-

এই জিও প্ল্যানে ইউজারদের দেওয়া হচ্ছে ডেইলি 2GB ডেটা বেনিফিট। প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। মানে মোট ডেটা পাওয়া যাবে 56GB। সাথে মিলবে ফ্রি ডোমেস্টিক কলের অ্যাক্সেস এবং ডেইলি ফ্রি 100 এসএমএস। সাথে পাওয়া যাবে সমস্ত জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস। 

Vi এর 300 টাকার মধ্যে প্রিপেইড প্ল্যান

ভোডাফোন-আইডিয়া (Vi) 219 টাকার প্রিপেইড প্ল্যান-

এই প্ল্যানে পাওয়া যাবে ডেইলি 1GB ডেটা মোট 28 দিনের জন্য। সেইসঙ্গে মিলবে আনলিমিটেড কলের সুবিধা।

ভোডাফোন-আইডিয়া (Vi) 249 টাকার প্রিপেইড প্ল্যান –

এই প্ল্যানে পাওয়া যাবে ডেইলি 1.5GB ডেটা, আনলিমিটেড কলের সাথে। প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

ভোডাফোন-আইডিয়া (Vi) 299 টাকার প্রিপেইড প্ল্যান –

এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। পাওয়া যাবে ডেইলি 4GB ডেটা, আনলিমিটেড টকটাইমের সাথে।

BSNL 300 টাকার মধ্যে প্রিপেইড প্ল্যান

BSNL 118 টাকার প্রিপেইড প্ল্যান-

এই প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 21 দিন। পাওয়া যাবে ডেইলি 0.5GB ডেটা, 100 ফ্রি এসএমএসের বেনিফিটের সাথে। এই প্ল্যানের সাথে পাওয়া যাবে ফ্রি PRBT।

BSNL 187 টাকার প্রিপেইড প্ল্যান-

এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। পাওয়া যাবে প্রতিদিন 2GB ডেটা এবং ডেইলি 100 ফ্রি এসএমএসের বেনিফিট।

BSNL 197 টাকার প্রিপেইড প্ল্যান-

এই প্ল্যানে ইউজারেরা পাবেন ডেইলি 2GB ডেটা। প্ল্যানের ভ্যালিডিটি 150 দিন।

BSNL 249 টাকার প্রিপেইড প্ল্যান-

এই প্ল্যানে পাওয়া যাবে মোট 50GB ডেটা। ভ্যালিডিটি রয়েছে 30 দিন। ডেটা লিমিট পেরিয়ে গেলে ইন্টারনেট চলবে 80Kbps স্পিডে। এই প্ল্যানের সাথে পাওয়া যাবে ডেইলি 100 ফ্রি এসএমএস এবং EROS Now অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo