Reliance Jio, Vi, BSNL এবং Airtel এর এই সব প্রিপেইড প্ল্যানে মিলবে এক বছরের কলিং-ডেটা এবং ফ্রি OTT সুবিধা

Reliance Jio, Vi, BSNL এবং Airtel এর এই সব প্রিপেইড প্ল্যানে মিলবে এক বছরের কলিং-ডেটা এবং ফ্রি OTT সুবিধা
HIGHLIGHTS

রিলায়েন্স জিও (Reliance Jio), ভোডাফোন- আইডিয়া (Vi) এবং এয়ারটেল(Airtel), BSNL 3,000 টাকার মধ্যে বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যান অফার করে

এই প্রিপেইড প্ল্যানগুলির ভ্যালিডিটি রয়েছে 365 দিন

এই প্রিপেইড প্ল্যানে আসবে ফ্রি ওটিটি সাবস্ক্রিপশনের সাথে

রিলায়েন্স জিও (Reliance Jio), ভোডাফোন- আইডিয়া (Vi) এবং এয়ারটেলের (Airtel) , BSNL তিন মাস এবং ছয় মাসের ভ্যালিডিটির প্রিপেইড প্যাকগুলি গ্রাহকদের কাছে দারুণ জনপ্রিয়। তবে এগুলি ছাড়াও এই সমস্ত টেলিকম সংস্থাগুলি একবছরের ভ্যালিডিটিরও বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যান অফার করে। মানে এই প্ল্যানগুলি চলবে টানা 365 দিন। যারা প্রতিমাসে রিচার্জের বদলে গোটা একবারেই সারা বছরের জন্য প্যাক ভরাতে চান, বিশেষ করে তাদের জন্যই নিয়ে আসা হয়েছে এই অ্যানুয়াল প্রিপেইড প্ল্যানগুলি।

রিলায়েন্স জিও (Reliance Jio) বার্ষিক প্রিপেইড প্ল্যান-

রিলায়েন্স জিও (Reliance Jio) ইউজারদের তিনটি আলাদা আলাদা রেঞ্জের বার্ষিক প্রিপেইড প্ল্যান অফার করে থাকে। 2121 টাকার রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যানে ইউজারদের অফার করা হয় ডেইলি 1.5GB করে হাই-স্পিড ডেটা। এই প্ল্যান আসছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 ফ্রি এসএমএস বেনিফিটের সাথে। এছাড়া পাওয়া যাবে সমস্ত Jio অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

রিলায়েন্স জিও (Reliance Jio) 2399 টাকায় আরও একটি প্রিপেইড অ্যানুয়াল প্ল্যান অফার করে যেখানে দেওয়া হচ্ছে 2GB ডেইলি ডেটা বেনিফিট। এই প্ল্যানে ইউজারেরা ভারতের যে কোনো নেটওয়ার্কে করতে পারবেন ফ্রি আনলিমিটেড কল। সেইসঙ্গে মিলবে ডেইলি 100 ফ্রি এসএমএসের সুবিধা। অন্যান্য বার্ষিক প্ল্যানের মতন এই প্ল্যানেও পাওয়া যাবে জিও সিনেমা, জিও মুভিজ অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

রিলায়েন্স জিও (Reliance Jio) সংস্থার টপ-এন্ড অ্যানুয়াল প্রিপেইড প্ল্যানের দাম রয়েছে 2599 টাকা। এই প্ল্যানে ইউজারেরা পাবেন ডেইলি 2GB করে ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা। সাথে পাওয়া যাবে ডেইলি ফ্রি 100 এসএমএসের বেনিফিট। এই প্ল্যান ইউজারদের অফার করে Disney +Hotstar অ্যাপের ফ্রি VIP ওটিটি সাবস্ক্রিপশন।

ভোডাফোন-আইডিয়া (Vi) বার্ষিক প্রিপেইড প্ল্যান-

ভোডাফোন-আইডিয়ার (Vi) 1499 টাকার প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন মোট 24GB ডেটা। এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলের সুবিধা এবং সাথে রয়েছে 3600 ফ্রি এসএমএস। প্রিপেইড প্যাকের ভ্যালিডিটি রয়েছে 365 দিন। এই প্যাকে পাওয়া যাবে Vi মুভিজ এবং TV অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

পরের ভোডাফোন-আইডিয়া (Vi) অ্যানুয়াল প্রিপেইড প্ল্যানের বাজেট রয়েছে 2595 টাকা। এই প্যাকে ইউজারেরা পাবেন প্রতিদিন 2GB করে ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা। এই প্রিপেইড প্ল্যানে রয়েছে ডেটা রোলওভারের সুবিধাও। এছাড়া অফার করা হবে ডেইলি 100 টি করে ফ্রি এসএমএস। এই প্যাক আসছে ওটিটি বেনিফিটের সাথে যেখানে পাওয়া যাবে Zee 5 অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন। এছাড়া কমপ্লিমেন্টারি বেনিফিট হিসেবে পাওয়া যাবে Vi মুভিজ এবং TV অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

এয়ারটেল (Airtel) বার্ষিক প্রিপেইড প্ল্যান-

এয়ারটেলের (Airtel) প্রিপেইড প্ল্যান শুরু হচ্ছে 2498 টাকা থেকে। এই প্ল্যানে অফার করা হচ্ছে ডেইলি 2GB করে ডেটা। রয়েছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 ফ্রি এসএমএসের বেনিফিট। ভ্যালিডিটি রয়েছে 365 দিন।

এয়ারটেলের (Airtel) 2,698 টাকার প্ল্যান এখন আর নেই। দাম শুরু হচ্ছে 2,798 টাকা থেকে। এই বার্ষিক প্রিপেইড প্ল্যানে অফার করা হচ্ছে 2GB করে ডেইলি ডেটা , আনলিমিটেড কলের সুবিধার সাথে। এই প্যাকে পাওয়া যাবে ডেইলি 100 ফ্রি এসএমএসের বেনিফিট। এই প্রিপেইড প্যাকে অফার করা হচ্ছে Disney +Hotstar অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

BSNL বার্ষিক প্রিপেইড প্ল্যান-

BSNL টেলিকম সংস্থা 1498 টাকায় একটি অ্যানুয়াল ডেটা ভাউচার লঞ্চ করবে বলে জানা গিয়েছে। যেখানে অফার করা হবে আনলিমিটেড স্পিডের ডেইলি 2GB করে ডেটা। ডেটা লিমিট পেরিয়ে গেলে ইন্টারনেট চলবে 40 Kbps স্পিডে।

BSNL 1999 টাকার একটি অ্যানুয়াল প্রিপেইড প্ল্যান অফার করছে, যেখানে ইউজারেরা পাবেন 500GB রেগুলার ডেটা এবং 100GB বাড়তি ডেটা। পাওয়া যাবে ডেইলি ফ্রি 100 এসএমএসের বেনিফিট। এই প্ল্যানে কোনো FUP লিমিট ছাড়াই করা যাবে আনলিমিটেড কল। এছাড়া মিলবে ফ্রি PRBT এবং Lokdhun কনটেন্টের ফ্রি অ্যাক্সেস। সেইসঙ্গে পাওয়া যাবে Eros Now অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন মোট 365 দিনের জন্য। এই প্ল্যানে ডেটা লিমিট পেরিয়ে গেলে ইন্টারনেট চলবে 80 Kbps স্পিডে।

BSNL 2399 টাকায় একটি 365 দিনের ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যান অফার করে। এই প্ল্যানে ইউজারেরা পাবেন আনলিমিটেড স্পিডের ডেটা। তবে ডেইলি 3GB ডেইলি ডেটা লিমিট পেরিয়ে গেলে ইন্টারনেট চলবে 80 Kbps স্পিডে। আসবে ডেইলি ফ্রি 100 এসএমএসের বেনিফিট, BSNL Tunes এবং Eros Now কনটেন্টের ফ্রি অ্যাক্সেসের সাথে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo