এয়ারটেল, ভোডাফোন আর রিলায়েন্স জিওর কিছু 50 টাকার প্ল্যান

Updated on 09-Aug-2018
HIGHLIGHTS

আমরা এই আর্টিকেলে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল আর ভোডাফোন ইন্ডিয়ার সেই প্ল্যানের কথা বলব যা 50 টাকা দামের মধ্যে

টেলিকম সেক্টার আর অপারেটাররা নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে আর এর মধ্যে যে শুধু দামি প্ল্যান আছে তা না এর মধ্যে বেশ কিছু এন্ট্রি-লেভেল প্ল্যান আছে। আরমা এই আর্টিকেলে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল আর ভোডাফোন ইন্ডিয়ার এই প্ল্যান গুলির বিষয়ে বলব যেগুলির দাম 50 টাকার মধ্যে।

রিলায়েন্স জিও

আমরা যদি প্রথমেই রিলায়েন্স জিওর বিষয়ে কথা বলি তবে কোম্পানির 49 টাকার প্ল্যানের কথা বলতে হবে এই প্ল্যানে প্রতিদিন 1GB FUP ডাটা, আনলিমিটেড কল,STD আর রোমিং কল অফার করা হচ্ছে। আর ইউজার্সরা এই প্ল্যানে প্রতিদিন 50টি SMS পাচ্ছে। আর এটা খেয়াল রাখতে হবে যে এই প্ল্যানটু শুধু জিওফোন ইউজার্সদের জন্য দেওয়া হয়েছে।

রিলায়েন্স জিওর অন্য একটি প্ল্যান 19 টাকার। আর এই প্ল্যানে প্রতিদিন 0.15GB ডাটা পাওয়া যাচ্ছে। আর অন্য প্ল্যানের মতন এই প্ল্যানেও ফ্রি লোকাল, STD আর রোমিং কলিংয়ের সঙ্গে 20টি SMS পাওয়া যাচ্ছে। আর এটি 1 দিনের জন্য বৈধ। আর এর মাধ্যমে ইউজার্সরা জিওমিউজিক, জিওটিভি অ্যাপের সুবিধা পাবেন।

ভোডাফোন

এই দিকে ভোডাফোনের চারটি প্ল্যান আছে। ভোডাফোনের 11টাকার প্ল্যানে ইউজার্সরা একদিনের বৈধতার জন্য 60MB 4G/3G/2G ডাটা পাওয়া যাচ্ছে। আর এছাড়া 21টাকার প্ল্যানে ইউজার্সরা একঘন্টার জন্য আনলিমিটেড 4G/3G ডাটা পাচ্ছে।

47 টাকার প্ল্যাএন 500MB 2G/3G/4G ডাটা, 125 ফ্রি লোকাল, STD আর রোমিং ভয়েস কলের সঙ্গে পাওয়া যাচ্ছে আর এটি 28 দিনের জন্য বৈধ।

এয়ারটেল

ভারতী এয়ারটেল রিলায়েন্স জিওর মত ন 49 টাকার প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানে ইউজার্সরা এক দিনের বৈধতার সঙ্গে 3GB ডাটা পাচ্ছে। আর এছাড়া এয়ারটেলের 9 টাকার প্ল্যানে আনলিমিটেড লোকাল, STD আর রোমিং কল, 100MB ডাটা আর 100টি SMS পাওয়া যাচ্ছে আর এটি 1 দিনের জন্য বৈধ। এয়ারটেলের 40টাকার প্রিপেড প্ল্যানে 35টাকার টক মিনিট পাওয়া যাচ্ছে। আর এছাড়া এয়ারটেলের 8 টাকার প্ল্যানে লোকাল আর STD কল 35 পয়সা প্রতিমিনিট হিসাবে পাওয়া যাচ্ছে আর এটি 56 দিনের জন্য বৈধ।

এয়ারটেলের 18 টাকার প্ল্যান আছে যাতে 100MB 2G/3G/4G ডাটা পাওয়া যাচ্ছে আর এই প্ল্যানটি দুদিনের জন্য বৈধ। 23টাকার এই প্ল্যানে আনলিমিটেড লোকাল, STD আর রোমিং কল আর 200MB ডাটা বেনিফিট আর প্রতিদিন 100টি SMS অফার করা হচ্ছে। আর এই প্ল্যানে ইউজার্সরা 135MB 2G/3G/4G ডাটা পাওয়া যাচ্ছে। এয়ারটেলের 28 টাকার প্ল্যানে পাঁচ দিনের জন্য 200MB ডাটা পাওয়া যাচ্ছে আর 29 টাকার প্ল্যানে 28 দিনের জন্য 150MB 3G/4G ডাটা পাওয়া যাচ্ছে।

Connect On :