ভয়েস কল, দ্রুত গতির ডেটা, বিরাট পরিসর, সব কিছুই এখন পেয়ে যাবেন টেলিনর ইন্ডিয়ার গ্রাহকরা", টেলিনর অধিগ্রহনের পর এমনটাই জানিয়েছেন ভারতী এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর গোপাল ভিত্তল।
এয়ারটেলের ছাতার তলায় আসতে চলছে টেলিকম কোম্পানি টেলিনর। ভারতের সর্ব বৃহৎ টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল এবার অধিগ্রহণ করতে চলেছে টেলিনর ইন্ডিয়া। অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ (পূর্ব), উত্তরপ্রদেশ (দক্ষিণ), আসাম, এই সাতটি সার্কেলে টেলিনরের সমস্ত টেলিকমিউনিকেশন অপারেশন কিনে নিচ্ছে ভারতী এয়ারটেল। এই অধিগ্রহনের ফলে ওই সাতটি সার্কেলে টেলিনরের গ্রাহকরা এখন থেকে এয়ারটেলের পরিষেবাও পাবেন।
"টেলিনর ইন্ডিয়ার গ্রাহকরা এখন থেকে ভারতের সব থেকে বড় টেলিকম নেটওয়ার্কের সব পরিষেবা উপভোগ করতে পারবেন। ভয়েস কল, দ্রুত গতির ডেটা, বিরাট পরিসর, সব কিছুই এখন পেয়ে যাবেন টেলিনর ইন্ডিয়ার গ্রাহকরা", টেলিনর অধিগ্রহনের পর এমনটাই জানিয়েছেন ভারতী এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর গোপাল ভিত্তল।