টেলিকম কোম্পানি টেলিনর কে অধিগ্রহণ করছে এয়ারটেল
ভয়েস কল, দ্রুত গতির ডেটা, বিরাট পরিসর, সব কিছুই এখন পেয়ে যাবেন টেলিনর ইন্ডিয়ার গ্রাহকরা", টেলিনর অধিগ্রহনের পর এমনটাই জানিয়েছেন ভারতী এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর গোপাল ভিত্তল।
এয়ারটেলের ছাতার তলায় আসতে চলছে টেলিকম কোম্পানি টেলিনর। ভারতের সর্ব বৃহৎ টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল এবার অধিগ্রহণ করতে চলেছে টেলিনর ইন্ডিয়া। অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ (পূর্ব), উত্তরপ্রদেশ (দক্ষিণ), আসাম, এই সাতটি সার্কেলে টেলিনরের সমস্ত টেলিকমিউনিকেশন অপারেশন কিনে নিচ্ছে ভারতী এয়ারটেল। এই অধিগ্রহনের ফলে ওই সাতটি সার্কেলে টেলিনরের গ্রাহকরা এখন থেকে এয়ারটেলের পরিষেবাও পাবেন।
আরও দেখুন : স্যামসাং গ্যালাক্সি C9 প্রো স্মার্টফোনে 6 ইঞ্চি ফুল HD সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া
"টেলিনর ইন্ডিয়ার গ্রাহকরা এখন থেকে ভারতের সব থেকে বড় টেলিকম নেটওয়ার্কের সব পরিষেবা উপভোগ করতে পারবেন। ভয়েস কল, দ্রুত গতির ডেটা, বিরাট পরিসর, সব কিছুই এখন পেয়ে যাবেন টেলিনর ইন্ডিয়ার গ্রাহকরা", টেলিনর অধিগ্রহনের পর এমনটাই জানিয়েছেন ভারতী এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর গোপাল ভিত্তল।
আরও দেখুন : এয়ারটেল এর জিও কে কিস্তিমাত, মাত্র 100 টাকায় এবার মিলবে 10GB 4G ডেটা
আরও দেখুন : এ বার ছবি তুলুন উড়ন্ত ক্যামেরায়, কেমন করে ? দেখে নিন এখানে...
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile