রাজস্থান ও কিছু অন্যান্য রাজ্যে চালু করার পর, অবশেষে, এয়ারটেল তার পেমেন্ট ব্যাংক সেবা দিল্লি’র মধ্যে লঞ্চ করবে. ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং ভারতী গ্রুপের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল, নতুন সেবা উদ্বোধন করবেন.
এদিন দেশের প্রথম পেমেন্টস ব্যাঙ্ক চালু করা হবে৷ এতদিন রাজস্থানে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল এয়ারটেলের পেমেন্টস ব্যাঙ্ক৷ রাজস্থানে ২৩ নভেম্বর ১০,০০০ রিটেল স্টোরে চালু করা হয়েছিল এই পরিষেবা৷ পরে পরীক্ষামূলকভাবে তা কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতেও চালু করা হয়েছিল৷ বৃহস্পতিবার অথার্ৎ আজ থেকে সারা দেশজুড়ে চালু করা হবে এই পরিষেবা৷ এয়ারটেলই প্রথম কোম্পানি যাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে পেমেন্টস ব্যাঙ্কের জন্য লাইসেন্স দেওয়া হয়েছে৷
আরও দেখুন : এয়ারটেলের করল আরেকটি চমত্কার ঘোষণা, 12 মাস 4G ফ্রি
নোট বাতিলের পর থেকেই কালো টাকা রুখতে প্লাস্টিক মানি ব্যবহারে উৎসাহ দিচ্ছে কেন্দ্র৷ এর সাহায্যে দুর্নীতি দুর করে ক্যাশলেস ইকনমির দিক এগোতে পারবে দেশ৷ বিভিন্ন ডিজিটাল পেমেন্টস সংস্থাগুলিতে মানি ওয়ালেট সিস্টেমের মাধ্যমে গ্রাহকরা টাকা লেনদেন করতে পারেন৷ সেখান থেকেই অনলাইনে পেমেন্টসও করা যায়। তবে তার জন্য কোনও সুদ পাওয়া যায় না। এয়ারটেলের নতুন এই পেমেন্টস ব্যাঙ্কে সুদ মিলবে। সেভিংস অ্যাকাউন্ট খুললে পাওয়া যাবে ৭.২৫ শতাংশ হারে সুদ যা অন্য ব্যাঙ্কের তুলনায় বেশি৷ সাধারণত ব্যাঙ্ক ৪ শতাংশ সুদ দিয়ে থাকে৷
পেমেন্টস ব্যাঙ্কের মূল উদ্দেশ্যে হচ্ছে ব্যাঙ্কিং পরিষেবা সেই সব মানুষের কাছে পৌঁছে দেওয়া যাদের এখনও ব্যাঙ্কে কোনও অ্যাকাউন্ট নেই৷ পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা যাবে খুব সহজেই৷ যে কেউ এখানে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন৷ এর জন্য আধার কার্ড নিয়ে যাওয়া বাধ্যতামূলক৷
একটি এয়ারটেল নম্বর থেকে অন্য একটি এয়ারটেল নম্বরে টাকা পাঠানোর জন্য কোনও চার্জ দিতে হবে না৷ গ্রাহকরা বিনামূল্যে এই পরিষেবা পাবেন৷ এই অ্যাকাউন্টে ১ লাখ পর্যন্ত টাকা রাখা যাবে৷
আরও দেখুন : নোকিয়া শীঘ্রই লঞ্চ করবে নোকিয়া 6-এর সিলভার রং ভেরিয়েন্ট
আরও দেখুন : মাত্র ১০ দিনের মধ্যে ‘ভীম অ্যাপ্লিকেশন’ ডাউনলোড করেছে এক কোটি মানুষ