এয়ারটেলের 399, 448 টাকা আর 499 টাকার প্ল্যানে অনেক ডাটা পাওয়া যাচ্ছে

এয়ারটেলের 399, 448 টাকা  আর 499 টাকার প্ল্যানে অনেক ডাটা পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

399 টাকা, 448 টাকা আর 499 টাকার প্ল্যান আছে

400MB ডাটা পাওয়া যাচ্ছে

এই সময়ে সব টেলিকম অপারেটাররা তাদের গ্রাহকদের রাখার জন্য আর নতুন গ্রাহকদের আকর্ষিত করার জন্য নতুন প্ল্যান আর পরিষেবা নিয়ে আসে। আর জিও আশার পর থেকে বাকি সব টেলিজকম কোম্পানি মানে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া আর BSNL সবাই নিজেদের প্ল্যান কম করেছে। আর আজকে আমরা বলব এয়ারটেলের সেই সব প্রিপেড প্ল্যানের বিষয়ে যার বেনিফিট বারানো হয়েছে। আর এই প্ল্যান গুলি সব 500 টাকার সেক্টারে আসে।

আর এই প্ল্যান গুলি হল 399 টাকা, 448 টাকা আর 499 টাকার। আর এই প্ল্যানে ইউজার্সরা এক্সট্রা 400MB ডাটা পাচ্ছেন।

আমরা যদি 399 টাকার প্ল্যানের বিষয়ে বলি তবে এই প্ল্যানে আগে প্রতিদিন 1GB ডাটা পাওয়া যেত। আর এবার এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন 1.4GB ডাটা পাচ্ছেন। আর আই প্যাকে বাকি বেনিফিট একই আছে। আর এছাড়া এই প্ল্যানে সাবস্ক্রাইবার আলিমিটেড কল আর প্রতিদিন 100 টি এমসেজ পাবেন। আর এই প্ল্যানে ইউজার্সরা এয়ারটেল প্রিমিয়াম TV র সাবস্ক্রিপশান পাবেন আর এক বছরের জন্য নর্ট ন মোবাইল সিকিউরিটি আর Wynk য়ের সাবস্ক্রিপশান পাচ্ছেন আর এটি 84 দিনের জন্য বৈধ।

দ্বিতীয় প্ল্যানের লিস্টে 448 টাকা দামে শুরু হচ্ছে আর এতে প্রথমে ইউজার্সরা প্রতিদিন 1.5GB ডাটা পেতেন আর এবার এই প্ল্যানে ইউজাররা 1.9GB ডাটা পাচ্ছেন।

আর এবার যদি আমরা তৃতীয় 499 টাকার প্ল্যানটি দেখি তবে এই প্ল্যানে প্রিপেড ইউজার্সরা প্রতিদিন 2GB ডাটার বদলে 2.4GB ডাটা পাবেন। আর এই প্ল্যানটি 82 দিনের জন্য বৈধ। আর এতে আনলিমিটেড কল আর প্রতিদিন 100 টি মেসজ আছে। আর এই প্ল্যানে ইউজার্সরা এয়ারটেলের সব প্রিমিয়াম টিভি, নর্টন মোবাইল সিকিউরিটি আর Wynk মিউজিক পাবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo