এয়ারটেলের Rs. 349 মূল্যের প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটা পাওয়া যাচ্ছে

Updated on 08-Nov-2017
HIGHLIGHTS

এই নতুন প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ হবে আর এর সঙ্গে এতে আনলিমিটেড লোকাল আর STD কলিং এর সুবিধা পাওয়া যাচ্ছে

এই সময় ভারতে থাকা টেলিকম কোম্পানি বাজারে সমস্ত টেলিম কোম্পানিই সব সময় সবথেকে সস্তার অফার নিয়ে আসছে। এবার এয়ারটেল এরকমই একটি প্ল্যান নিয়ে হাজির হল। আপনাদের এও বলে রাখি যে এয়ারটেল বেশি ইউজার্সদের নিজেদের সঙ্গে যুক্ত করার জন্য নিজেদের Rs. 349 মূল্যের প্ল্যানটিতে কিছু পরিবর্তন করেছে। এটি একটি প্রি-পেড প্ল্যান।

এয়ারটেলের এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটা দিচ্ছে। আর এর সঙ্গে এই প্ল্যানে আনলিমিটেড লোকাল আর STD কলের সুবিধাও দেওয়া হচ্ছে। এতে গ্রাহকরা ন্যাশানালা রোমিং এর সময় ফ্রি আউটগোয়িং কল করতে পারবে। এতে প্রতিদিন 100টি  SMS এর সুবিধাও দেওয়া হচ্ছে। এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ।

আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যখন থেকে ভারতীয় টেলিকম বাজারে রিলায়েন্স জিও এসেছে সেই সময় থেকে ভারতে 4G টালিকম পরিষেবা শুরু হয়েছে। আর তখন থেকে ভারতের অন্যান্য টেলিকম কোম্পানি গুলি সমস্যায় পরেছে। এয়ারটেল নিজেদের সঙ্গে ইউজার্সদের যুক্ত রাখার জন্য নতুন অফার নিয়ে আসছে। 

Connect On :