digit zero1 awards

লকডাউনে এয়ারটেল নিয়ে এল সস্তা প্ল্য়ান, পাওয়া যাবে ২৮ জিবি ডেটা আর আনলিমিটেড কলিং

লকডাউনে এয়ারটেল নিয়ে এল সস্তা প্ল্য়ান, পাওয়া যাবে ২৮ জিবি ডেটা আর আনলিমিটেড কলিং
HIGHLIGHTS

এয়ারটেলের বাজেট প্ল্যানগুলির মধ্যে একটি হচ্ছে ২১৯ টাকার প্ল্যান

যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবে

লকডাউনের পরিস্থিতিতে সবাই ঘরবন্দি। এমন পরিস্থিতিতে মানুষেরা মোবাইল ফোন রিচার্জের জন্য় সস্তা আর বেশি বেনিফিট দেবে এমন প্ল্য়ান খোজে। যদি আপনিও এমনি রিচার্জ খুজচ্ছেন তাহলে এয়ারটেলের (Airtel) বেশ কিছু এমন প্ল্যান রয়েছে যাতে আপনি কম টাকায় পেয়ে যাবেন অনেক বেনিফিট।

এয়ারটেলের বাজেট প্ল্যানগুলির মধ্যে একটি হচ্ছে ২১৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং-এর সঙ্গে পেয়ে যাবেন বেশ কিছু অ্যাডেড বেনিফিট।

জেনে কী কী বেনিফিট রয়েছে Airtel 219 টাকার প্ল্যানে

এই প্ল্যানের সাহায্যে গ্রাহক যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবে। সঙ্গে থাকছে প্রতিদিন ১জিবি করে ডেটা আর ১০০ করে এসএমএস। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিনের।

এছাড়াও গ্রহাকরা পেয়ে যাবে Hello Tunes, Unlimited Wynk Music, এয়ারটেল Xtreme App ব্যবহারের সুযোগ। এর সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবে ZEE5 প্রিমিয়াম-এর সাবস্ক্রিপশন বিনামূল্যে।

Airtel নিয়ে এসেছে মাত্র 19 টাকার রিচার্জ। এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড কলিং-এর সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২ দিনের। শুধু তাই নয়, এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন ১৫০এমবি ডেটা আর ১০০টি এসএমএস।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo