এয়ারটেল তাদের 149 টাকা দামের প্ল্যানটিতে পরিবর্তন করেছে
আগে এই প্যাকটিতে শুধু এয়ারটেল টু এয়ারটেলে আনলিমিটেড কল করা যেত
এয়ারটেল তাদের 149 টাকা দামের প্ল্যানটিতে কিছু পরিবর্তন করেছে। এবার এই প্ল্যানটিতে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। Amazon গ্রেট ইন্ডিয়ান সেলের দ্বিতীয় দিনে ইলেকট্রনিক্স গ্যাজেট সহ এই জিনিস গুলি অসাধারন ডিস্কাউন্টের সঙ্গে কিনুন
আগে এই প্ল্যানটিতে শুধু এয়ারটেল টি এয়ারটেল নেটওইয়ার্কে ফোন করলে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যেত।
এবার এই প্ল্যানে যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল আর এসটিডি কল করা যাবে। ইউজার্সরা রোমিং এর সময় ফ্রি আউটগোয়িং কল করতে পারবে। এই খবরটি টেলিকম টকসের একটি রিপোর্টেও দেওয়া হয়েছে।
তবে এখনও এই প্যাকটি 28 দিনের জন্য বৈধ আর এতে ইউজার্সরা এখনও মাত্র 1GB 3G/4G ডাটা পাবে। আর এর সঙ্গে আপনাদের এও জানিয়ে রাখি যে এই অফারটি এয়ারটেলের সমস্ত সার্কেলে পাওয়া যাচ্ছেনা। এটি শুধু কিছু সার্কেলেই পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে ইউজার্সরা প্রতিদিন 100টি SMS এর সুবিধা পায়।