Airtel খুব তাড়াতাড়ি দেবে VoLTE সাপোর্ট, জিও কে দেবে টক্কর

Airtel খুব তাড়াতাড়ি দেবে VoLTE সাপোর্ট, জিও কে দেবে টক্কর
HIGHLIGHTS

এখন শুধু Reliance Jio ই একমাত্র অপারেটার যারা VoLTEকে সাপোর্ট করে

এবার এমন কিছু নতুন খবর সামনে এসছে, সেই খবর অনুসারে Airtel এখন VoLTE সাপোর্ট এর ওপর কাজ করছে. এবং আশা করা হচ্ছে যে, খুব তাড়াতাড়ি Airtel ইউযার্সদের জন্য এই সুবিধা অফিসিয়ালি লঞ্চ করবে.   

'TeleAnalysis' র খবর অনুসারে, Airtel অনেক স্মার্টফোনের ওপর VoLTE টেকনলজির টেস্টিং শুরু করে দিয়েছে. Gionee P7 এর ওপর এই টেস্ট সফলও হয়েছে. VoLTE র মানে এই যে, ভয়েস ওভার লংটার্ম ইভালিউশন এবং এর মাধ্যমে ভয়েস ডাটা কে 4G/LTE নেটওয়ার্ক এর দ্বারা পাঠানো হয়. VoLTE এর মধ্যমে HD ভয়েস কলিং কোয়ালিটি পাওয়া যায়, যা 2G/3G র তুলনায় বেশি ভাল.

এখন শুধু Reliance Jio ই একমাত্র অপারেটিং সিস্টেম যা VoLTE সাপোর্ট এর সাথে আসে. Reliance Jio দাবি করেছে যে, এত দিন কোম্পানির সঙ্গে 100 মিলিয়ান ইউযার্স যুক্ত হয়েছে. Jio তাদের 4G VoLTE পরিষেবাকে সেপ্টেম্বর 2016 তে নিয়ে এসছিল, আর সেইসময় থেকে ভারতীয় টেলিকম বাজারে হৈচৈ পরে গেছে. প্রতিদিনই Airtel, Idea, Vodafone, Telenor, Aircel, BSNL র মতন কোম্পানি Jio কে প্রতিযোগিতা দেওয়ার জন্য কোন না কোন অফার নিয়ে আসছে. আপনাদের জানিয়ে রাখি যে Airtel এর কাছে এখনও 260 মিলিয়ন ইউযার্স আছে. 

সোর্স:

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo