এয়ারটেল তাদের দুটি প্রিপেড রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে, এদের বিষয়ে জানুন

Updated on 12-Nov-2018
HIGHLIGHTS

ভারতীয় এয়ারটেল তাদের 799 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান সারা দেশে বন্ধ করে দিয়েছে আর এছাড়া 549 টাকার প্ল্যানটি এয়ারটেল প্রায় 16 টি সার্কেল থেকে সরিয়ে দিয়েছে

কিছু দিন থেকেই বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছিল যে এয়ারটেল নিজেদের কিছু প্রিপেড প্ল্যান বন্ধ করবে, আর ঠিক তাই ঘটেছে। আপনাদের বলে রাখি যে এয়ারটেল তাদের 799 টাকার প্রিপেড প্ল্যানটি সারা দেশের 22টি টেলিকম সার্কেল থেকে সরিয়ে দিয়েছে। আর এর সঙ্গে এয়ারটেল তাদের 549 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানটি সারা দেশের 16টি সার্কেল থেকে উঠিয়ে দিয়েছে। আর এই দূতি প্ল্যানই ভাল প্ল্যান হিসাবে পরিচিত ছিল। আমরা যদি 799 টাকার রিচার্জ প্ল্যানটি দেখি তবে সেটি একটি দারুন প্ল্যান ছিল। আর আমরা যদি 549 টাকার প্রিপেড প্ল্যানের বিষয়ে কথা বলি তো এটাও দেখা যাবে যে কোম্পানির এই রেঞ্জে 588 টাকার আরও একটি প্ল্যান আছে যা ওভারল্যাপ করে যাচ্ছে। আর এই দুটি প্ল্যানের আপনারা এক রকমের বৈধতা আর বেনিফিট পাচ্ছেন। আর এছাড়া কোম্পানির 349 টাকার প্ল্যানও আছে যা তারা মহারাষ্ট্রে বন্ধ করে দিয়েছে।

এয়রটেলের 799 টাকা আর 549 টাকার প্রিপেড প্ল্যান

আমরা যদি এয়ারটেলের 549 টাকার প্রিপেড প্ল্যানটির বিষয়ে দেখি তবে দেখা যাবে যে এই প্ল্যানে আপনারা প্রতিদিন 3.5GB ডাটা পাচ্ছেন। আর এছাড়া আপনাদের এও বলে রাখি যে আপনারা 799 টাকার প্রিপেড প্যানে 4GB ডাটা প্রতিদিনের হিসাবে সম্পূর্ণ বৈধতার সঙ্গে মোট 98GB ডাটা দিচ্ছে আর এছাড়া 799 টাকার প্ল্যানে আপনারা মোট 112GB ডাটা পাচ্ছিলেন।

আর আমরা যদি এর সঙ্গে এদের সঙ্গে রিলায়েন্স জিওর 509 টাকার প্রিপেড প্ল্যানের বিষয়ে কথা বলি তবে এই প্ল্যানে 112GB ডাটা পাওয়া যাচ্ছিল। আর এচাহ্রা আপনারা 799 টাকার প্ল্যানে 140GB ডাটা পাচ্ছিলেন। আর এছাড়া ভোডাফোনের কাছে এই রকমের একটি প্ল্যান আছে যা 549 টাকায় আর 799 টাকার প্ল্যান দেয়। আর এই প্ল্যানে আপনারা যথাক্রমে 3.5GB আর 4.5GB ডাটা পাচ্ছেন। আর ভোডাফোন আর রিলায়েন্স জিও তাদের এই প্ল্যানের বৈধতা 28 দিনের রেখেছে। তবে রিলায়েন্স জিও আর ভোডাফোন তাদের এই দুটি প্ল্যান এয়ারটেলের মতন বন্ধ করে দেয়নি।

Connect On :