Airtel গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একাধিক 30 দিনের বৈধতা যুক্ত প্ল্যান
এখন এই প্ল্যান রিচার্জ করলে মিলবে গোটা এক মাসের বৈধতা
রোজ কতটা ডেটা ব্যবহার করা যাবে সেটা নিয়েও এখানে কোনও বাধ্যবাধকতা নেই
এতদিন Airtel, Jio বা Vi যে টেলিকম সংস্থার এক মাসের প্ল্যান রিচার্জ করাতেন না কেন বৈধতা মিলত 28 দিনের। তবে সেটা এখন বদলেছে। TRAI 2022 সালে নতুন নিয়ম জারি করেছে। এই সংস্থার তরফে ভারতের সমস্ত টেলিকম সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই নির্দেশে বলা হয়েছে এমন মাসিক প্ল্যান আনতে হবে যেখানে 30 দিনের বৈধতা পাওয়া যাবে। অর্থাৎ আপনি এবার থেকে এক মাসের টাকা দিলে এক মাসের বৈধতা পাবেন। দেশের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা Airtel এই নির্দেশ মেনে মোট 4টি এমন মাসিক প্ল্যান এনেছে।
প্রিপেইড গ্রাহকদের জন্য এই প্ল্যানের দাম শুরু হচ্ছে 109 টাকা থেকে। এছাড়াও Airtel -এর গ্রাহকরা 296, 199 এবং 181টাকার আরও তিনটি মাসিক প্ল্যান পেয়ে যাবেন। যদিও এই 181টাকার প্ল্যানে কেবল ডেটা ব্যবহা করার সুযোগ মিলবে। আর সেটা বাদ দিলে অন্যান্য প্ল্যানে আনলিমিটেড কল তো বটেই মেসেজ পাঠানোর সুবিধা মিলবে। আসুন বিস্তারিত ভাবে দেখা যাক কোন প্ল্যানে কী সুবিধা মিলবে।
296 টাকার প্রিপেইড প্ল্যান
এই প্ল্যানের বৈধতা 30দিন। এখানে মোট 25GB ডেটা মিলবে। সঙ্গে থাকবে আনলিমিটেড কল এবং রোজ 100টা মেসেজ পাঠানোর সুযোগ। এছাড়া নিখরচায় মিলবে Apollo 24X7 সার্কেল, FASTag -এর 100 টাকা ক্যাশব্যাক, Wynk মিউজিক ইত্যাদির সাবস্ক্রিপশন। এগুলো সবটাই মিলবে Airtel Thanks -এর মাধ্যমে।
199 টাকার প্রিপেইড প্ল্যান
এখানেও 30দিনের বৈধতা মিলবে। এখানে মোট 3GB ডেটা মিলবে। সঙ্গে থাকবে আনলিমিটেড কল এবং রোজ 100টা মেসেজ পাঠানোর সুযোগ। এছাড়া নিখরচায় মিলবে হ্যালোটিউন্স, Wynk মিউজিক সাবস্ক্রিপশন।
109 টাকার প্রিপেইড প্ল্যান
এই প্ল্যানের বৈধতা 30দিন। এখানে মোট 200MB ডেটা মিলবে। সঙ্গে থাকবে 99 টাকার টক টাইম। এই রিচার্জের পর কাউকে কল করলে প্রতি সেকেন্ডে 2.5 পয়সা করে কাটবে। এছাড়া রোজ 100টা মেসেজ পাঠানোর সুযোগ। প্রতি লোকাল মেসেজে কাটবে 1 টাকা এবং দেশের অন্যত্র মেসেজ করতে গেলে লাগবে 1.5 টাকা।
181 টাকার প্রিপেইড প্ল্যান
এখানে গ্রাহকরা কল বা মেসেজ পাঠানোর কোনও সুবিধা পাবেন না। তবে রোজ 1GB করে ডেটা পাবেন। এটার বৈধতাও 30 দিনের। ফলে 181 টাকা দিয়ে রিচার্জ করলে আপনি 30 GB ডেটা পাবেন।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.