HIGHLIGHTS
এয়ারটেল গ্রাহকদের জন্য মাত্র 50 টাকার মধ্যে বেশ কিছু নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে Airtel প্ল্যানগুলি পাওয়া যাচ্ছে 49 টাকা,48 টাকা, 19 টাকা, 20 টাকা এবং 10 টাকা দামে এই নতুন প্ল্যানগুলি পাওয়া যাবে এয়ারটেলের ওয়াবসাইটে ভারতী এয়ারটেল গ্রাহকদের জন্য মাত্র 50 টাকার মধ্যে বেশ কিছু নতুন প্রিপেইড প্ল্যান অফার করছে। যেসমস্ত গ্রাহকেরা এক্কেবারে কম খরচে টকটাইম এবং ডেটা বেনিফিট উপভোগ করতে চান, তারা এই প্ল্যানগুলি সম্পর্কে ভেবে দেখতে পারেন। এই নতুন প্ল্যানগুলি পাওয়া যাবে এয়ারটেলের ওয়াবসাইটে। প্ল্যানগুলির দাম শুরু হচ্ছে মাত্র 10 টাকা থেকে। শেষ হচ্ছে 49 টাকাতে। আসুন জেনে নেওয়া যাক এক্কেবারে সস্তার এই নতুন প্রিপেইড প্ল্যানগুলি সম্পর্কে-
Airtel 49 টাকার প্রিপেইড প্ল্যান এই প্রিপেইড প্ল্যানে পাওয়া যাচ্ছে মোট 100MB ডেটা। প্রতি MB ডেটাতে খরচ পড়ছে মাত্র 50 পয়সা। এই প্ল্যানে দেওয়া হচ্ছে 38.52 টাকার টকটাইম। প্রতি সেকেন্ড কলিংয়ের জন্য খরচ পড়বে 2.5 পয়সা। প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। Airtel 48 টাকার প্রিপেইড প্ল্যান এটি একটি ডেটা অ্যাড-অন প্রিপেইড প্ল্যান। এই প্ল্যানে পাওয়া যাবে মোট 3GB ডেটা। মেন প্যাকের সমান ভ্যালিডিটি মিলবে এই প্ল্যানে। পাওয়া যাবে না কোনো টকটাইমের সুবিধা। Airtel 20 টাকার প্রিপেইড প্ল্যান এয়ারটেলের 20 টাকার প্রিপেইড প্ল্যানে মিলবে 14.95 টাকার টকটাইম। পাওয়া যাবে না কোনো ডেটা বেনিফিট। এই প্ল্যানের কোনো নির্দিষ্ট ভ্যালিডিটি নেই, যতদিন টকটাইম থাকবে, ততদিন ব্যাবহার করা যাবে। Airtel 19 টাকার প্রিপেইড প্ল্যান এই প্ল্যানে পাওয়া যাবে মোট 200MB ডেটা। সেইসঙ্গে মিলবে আনলিমিটেড কলের সুবিধা। প্ল্যানের ভ্যালিডিটি 2 দিন। ডেটা লিমিট শেষ হয়ে গেলে প্রতি MB ডেটা ব্যাবহারে খরচ পড়বে 50 পয়সা। Airtel 10 টাকার প্রিপেইড প্ল্যান এই প্রিপেইড প্ল্যানে পাওয়া যাবে 7.47 টাকার টকটাইম। প্ল্যান ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। Latest Article
Realme Neo 7 Series confirmed for December Launch with 7000mAh Battery
7000mAh ব্যাটারি সহ আপকামিং Realme ফোনের দাম লিক, লঞ্চের আগে জানুন আর কী থাকবে ফিচার
Latest Vivo Y300 5G gets big discount on Amazon check top 5 feature
সদ্য লঞ্চ হওয়া Vivo 5G হয় গেল সস্তা, ফোনের এই 5 ফিচার জেনে অবাক হবেন ঘুম উড়ল Jio-Airtel-Vi এর, মাত্র 201 টাকায় BSNL দিচ্ছে 3 মাসের ভ্যালিডিটি লঞ্চের আগে প্রকাশ হল আপকামিং Redmi Note 14 সিরিজের দাম, জানুন কী থাকবে বিশেষ
Best LED Smart TV deals under Rs 9000 on Amazon
9000 টাকার কম দামে মিলবে থিয়েটারের মজা, দুর্দান্ত ফিচার এবং সাউন্ড কোয়ালিটি সহ সস্তায় LED Smart TV, সবচেয়ে সস্তা 6799 টাকার 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme এর সস্তা স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার
Oneplus 12 5G get just half price discount on Amazon bank offer and exchange offer
OnePlus 12 5G ফোনে 10 হাজার টাকার সোজা ছাড়, কত টাকা সস্তায় কেনা যাবে জানুন
Airtel vs Jio Most Affordable 2GB Daily Data Plans who give more benefits
Airtel এর এই সস্তা প্ল্যান দেখে কাঁদতে বসেছে Jio, 3 মাস পর্যন্ত আনলিমিটেড কলিং এবং একগুচ্ছ ডেটা
Redmi A4 5G vs Samsung Galaxy A14 5G Which Provides More Value Under Rs 10000
Redmi A4 5G vs Samsung Galaxy A14 5G Compare: 10000 টাকার কম দামে কে দিচ্ছে বেশি ফিচার, পাল্লা ভারী কার, জেনে নিন দাম থেকে ফিচার সমস্ত কিছু ভারতের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোনের আজ প্রথম সেল, তবে কেনার আগে জেনে নিন Redmi A4 5G দাম এবং ফিচার