রেলযাত্রী Airtel, Vodafone, Idea, RCom আর BSNL রেলে যে কানেক্টিভিটি দেয় সেই পরিষেবার তুলনা করেছে
অনলাইন পোর্টাল আর মোবাইল অ্যাপ রেলযাত্রী জানিয়েছে যে এই অ্যাপের নতুন ভার্সনের মাধ্যমে যেকোন ট্রেনের যাত্রা রুটে পাওয়া মোবাইল নেটওয়ার্ক এর কভারেজ বিষয়ে জানাতে পারা যায়. যাত্রীরা আলাদা আলাদা রুটে যে মোবাইল নেটওয়ার্ক পাচ্ছে সে বিষয়ে জানতে পারে সঙ্গে তাদের তুলনাও করতে পারে.
এর মাধ্যমে ইউজার্সরা সিদ্ধান্ত নিতে পারেন যে তারা কোন রুটে সিনেমা ডাউনলোড করতে পারবেন বা শুধু ব্রাউজিং করতে পারবেন. আপাতত এতে প্রধান মেট্রো শহর থেকে আসা দাবি গুলি রাখা হয়েছে. দিল্লী- কলকাতা রুটের নেটওয়ার্ক কভারেজ এরিয়ার ক্ষেত্রে 88% পাওয়া গেছে, যেখানে Airtel এই মুহুর্তে সমস্ত রেল রুটে সবথেকে ভাল কভারেজ দিচ্ছে. AIrtel 71% রুট কভার করে.
কিছু রেল রুটে 70 থেকে 88% অব্দি নেটওয়ার্ক কানেক্টিভিটি আছে, আবার কোন কোন রুটে 20% অব্দি নেটওয়ার্ক কানেক্টিভিটি আছে.