digit zero1 awards

ভারতী এয়ারটেলের দারুন কিছু প্রিপেড প্ল্যান যা 300-400 টাকার দারুন কিছু প্ল্যান

ভারতী এয়ারটেলের দারুন কিছু প্রিপেড প্ল্যান যা 300-400 টাকার দারুন কিছু প্ল্যান
HIGHLIGHTS

ভারতী এয়ারটেল ধিরে ধিরে তাদের পোর্টফোলিও বাড়াচ্ছে

আর এবার কোম্পানির কাছে 300 টাকা আর 400 টাকার মধ্যে 4টি প্রিপেড প্ল্যান আছে

এবার ভারতী এয়ারটেল আর বাকি অপারেটাররা তাদের ARPU বারানোর জন্য কোম্পানি তাদের ট্যারিফ গত বাড়ে বাড়িয়েছিল। আর প্রিপেড প্ল্যানের শুরুতে এবার কোম্পানি তাদের 300-400 টাকার মধ্যে বেশ কিছু প্ল্যান নিয়ে এসেছে।

আর এখানে আমরা এই রেঞ্জের মধ্যে থেকে চারটি পল্যানের বিষয়ে আপনাদের জানাব। এখানে 349 টাকা থেকে 398 টাকার সব প্ল্যানের বিষয়েই ডিটেলে বলা হয়েছে।

এয়ারটেলের 349 টাকার প্রিপেড প্ল্যান

ভারতী এয়ারটেল তাদের 300-400 টাকার মধ্যে প্ল্যানে 349 টাকার প্ল্যান এনেছে। আর কোম্পানির এটি প্রথম প্ল্যান যা প্রিপেড প্ল্যানে 129 টাকার অ্যামাজন প্রাইম মেম্বারশিপ দিচ্ছে। আর এটি কোণ FUP লিমিট ছাড়া আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে এয়ারটেলের 349 টাকাতে 2GB ডাটা প্রতিদিনের হিসাবে আর প্রতিদিন 100 টি SMS আর 129 টাকার অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশ্না 349 টাকার এই প্ল্যানে পাওয়া যাচ্ছে।

এয়ারটেলের 379 টাকার প্ল্যান

ভোডাফোন আইডিয়া আর রিলায়েন্স জিওর দেখাদেখি ভারতী এয়ারটেল একটি সস্তার প্রিপেড প্ল্যান 84 দিনের বৈধতার সঙ্গে দিয়েছে। এয়ারটেলের 379 টাকার রিচার্জ প্ল্যান এসেছে যা আনলিমিটেড ভয়েস কল, 6GB ডাটা, 900 টি SMS আর 84 দিনের বৈধতার সঙ্গে এসেছে। আর এই প্ল্যানে আপনারা শ অ্যাকাডেম্নির সাপ্তাহিক কোর্স পাবেন। আর সঙ্গে পাবেন Wynk Music, Airtel Xstream App Premium আর FasTag য়ের 150 টাকার ক্যাশব্যাক। 379 টাকার পল্যানে সারা দেশে এয়ারটেল প্রিপেড গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে।

এয়ারটেলের 398 টাকার প্রিপেড প্ল্যান

আপনাদের বলে রাখি যে এয়ারটেলের 349 টাকার প্ল্যান ছিল। আর এবার এই প্ল্যানটি 398 টাকায় এসেছে। 349 টাকার প্ল্যানে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ আছে আর এর পরে এটি 379 টাকার প্ল্যানে আচে। আর এই 398 টাকার প্ল্যানটি এখন ডাটার জন্য আছে আর এটি 28 দিনের জন্য 84GB ডাটা দিচ্ছে আর সঙ্গে আছে 3GB র ডেলি ডাটা লিমিট। আর এই প্ল্যানটিতে কোন FUP লিমিট আছে। আর যা 28 দিনের জন্য।

এয়ারটেলের 399 টাকার প্ল্যান

আমরা যদি সবার শেষে 399 টাকার প্ল্যানটি দেখি তবে এই প্ল্যানে এয়ারটেল প্রিপেড গ্রাহকদের জন্য এসেছে। এটি 3GB ডেলি ডাটা 84 দিনের জন্য দেওয়া হচ্ছে। আর এটি 398 টাকার বদলে 379 টাকার প্ল্যানের মাচঝে। আর এই প্ল্যানে প্রতিদিন 1.5Gb ডাটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 টি SMS আর 56 দিনের বৈধতা পাওয়া যাচ্ছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo