ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা হল Airtel। এই টেলিকম সংস্থার তরফে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী, তাঁদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের প্ল্যান অফার করা হয়ে থাকে। এতে যেমন আনলিমিটেড কল করার সুযোগ পান গ্রাহকরা, তেমনই থাকে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে হাই স্পিড 5G ডেটা প্যাক।
কিছু কিছু ক্ষেত্রে তো OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। অর্থাৎ আপনি কোন দামে কেমন প্ল্যান চান, কতদিনের প্ল্যান চান সবটাই আপনার পছন্দ অনুযায়ী এখানে পেয়ে যাবেন।
অনেকেই আজকাল Airtel -এর সিমটিকে সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করেন। ফলে মূল উদ্দেশ্য থাকে জাস্ট সিমটি সচল রাখা। সেটার জন্য অনেক দামী কোনও প্ল্যান রিচার্জ করানো অর্থহীন।
এই মন্দার বাজারে যদি আপনি সস্তার Airtel প্ল্যান খুঁজতে চান তাহলে বেছে নিন এই প্ল্যানগুলো। এগুলোর প্রত্যেকটার দাম 200 টাকার মধ্যে।
155 টাকার প্ল্যান: এটা Airtel -এর সর্বনিম্ন প্ল্যান। রিচার্জ করতে গেলে মিনিমান এই প্ল্যানটি রিচার্জ করতেই হবে। এই প্ল্যানের বৈধতা 24 দিনের।
এখানে আনলিমিটেড কল সহ প্রতি মাসে 300 মেসেজ, 1 GB ডেটা পাওয়া যাবে। এছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে মিলবে Hello Tunes, Wynk Music -এর সাবস্ক্রিপশন।
আরও পড়ুন: Airtel-এর নম্বরটা কেবল সচল রাখতে চান? সর্বনিম্ন প্ল্যান রিচার্জ করুন, দাম কত?
179 টাকার প্ল্যান: এই প্ল্যানের বৈধতা 28 দিনের। এখানে আনলিমিটেড কল সহ প্রতি মাসে 300 মেসেজ, 2 GB ডেটা পাওয়া যাবে। এছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে মিলবে Hello Tunes, Wynk Music -এর সাবস্ক্রিপশন।
199 টাকার প্ল্যান: এই প্ল্যানের বৈধতা গোটা এক মাসের, অর্থাৎ 30 দিনের। এখানে আনলিমিটেড কল সহ প্রতি মাসে 300 মেসেজ, 1 GB ডেটা পাওয়া যাবে। এছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে মিলবে Hello Tunes, Wynk Music -এর সাবস্ক্রিপশন 21 দিনের জন্য। আপনি যদি ডেটা ওরিয়েন্টেড প্ল্যান চান এটা আপনার জন্য নয়।
209 টাকার প্ল্যান: এখানে আনলিমিটেড কল সহ প্রতি মাসে 300 মেসেজ, দৈনিক 1 GB ডেটা পাওয়া যাবে। এছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে মিলবে Hello Tunes, Wynk Music -এর সাবস্ক্রিপশন। এটা 200 টাকার সামান্য বেশি হলেও মন্দ নয়। বিশেষ করে ডেটার নিরিখে।
তবে মনে রাখবেন এই প্ল্যানে গ্রাহকরা কিন্তু কোনও 5G ডেটার সুবিধা পাবেন না। তাঁদের 5G -এর সুবিধা পেতে গেলে 239 টাকা বা তার বেশি মূল্যের প্ল্যান রিচার্জ করতে হবে।
আরও পড়ুন: সস্তা প্ল্যানে বাম্পার সুবিধা! মাত্র 107 টাকায় 35 দিনের মেয়াদ এবং ডেটা, Jio-Airtel কে দিচ্ছে টেক্কা
Airtel ওয়েবসাইট বা Airtel Thanks -এর মাধ্যমে গ্রাহকরা রিচার্জ করতে পারেন। কিংবা কোনও মোবাইল অপারেটরের কাছে গিয়েও মনে পছন্দ মতো প্ল্যান রিচার্জ করতে পারেন।