‘বিনামূল্যে 30 GB ডেটা পাচ্ছে’, রিচার্জ প্যাকের দাম আরও বাড়বে, আভাস দিলেন Airtel-এর চেয়ারম্যান

‘বিনামূল্যে 30 GB ডেটা পাচ্ছে’, রিচার্জ প্যাকের দাম আরও বাড়বে, আভাস দিলেন Airtel-এর চেয়ারম্যান
HIGHLIGHTS

Airtel -এর রিচার্জ প্ল্যানের দাম বাড়তে পারে, তেমনই আভাস মিলল

Airtel -এর চেয়ারম্যান জানালেন গ্রাহকরা নাকি প্রায় বিনামূল্যে 30 GB ডেটা ব্যবহার করছেন

সম্প্রতি কিছু সার্কেলে 99 টাকার প্ল্যান বন্ধ করে দেওয়া হয়েছে

Airtel হুহু করে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েই চলেছে। এই মাত্র কদিন আগেই এই টেলিকম সংস্থার তরফে দেশের আটটি সার্কেল থেকে 99 টাকার প্ল্যান বন্ধ করে একবারে সর্বনিম্ন প্ল্যান 155 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক আর প্রায় 57% দাম বাড়িয়েছে Airtel। এবার Airtel -এর চেয়ারম্যান সুনীল মিত্তল আভাস দিলেন যে আগামীতে আরও বাড়বে Airtel -এর রিচার্জ প্ল্যানের দাম। তাঁর কথায় এটা স্পষ্ট যে মোবাইল কল প্ল্যান বা ডেটা প্ল্যান দুইয়ের দাম বাড়তে চলেছে। 

দেশের অন্যতম সর্ববৃহৎ টেলিকম সংস্থা হল Airtel। Jio -এর সঙ্গে টেক্কা দিয়েই দেশে ভালই ব্যবসা করেছে এই সংস্থা। মোটা আর্থিক মুনাফা করেছে Airtel গত আর্থিক বছরে। এবার আবার দাম বাড়াতে চলেছে এই সংস্থা। কিন্তু কেন? Airtel -এর চেয়ারম্যান জানিয়েছেন টেলিকম ব্যবসার যে মূলধন আছে সেটার উপর লাভের অংশ খুবই কম। তাই তাঁরা আবার মাশুল বাড়ানোর কথা ভাবছেন। 

এখন স্পেনের বার্সেলোনায় চলছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। সেখানে তিনি বলেন এই মাশুল বৃদ্ধি সমস্ত ক্ষেত্রেই করা হবে, যেমন ডেটা প্ল্যান থেকে কল প্ল্যান। Airtel -এর বক্তব্য তারা মূলধন হিসেবে যে খরচ হচ্ছে সেটার তুলনায় তাদের লাভ কোন হচ্ছে। তাই তারা এবার বদল আনতে চাইছে গোটা বিষয়ে। 

বর্তমান সময়ে অনেক ক্ষন মোবাইলের প্রয়োজনীয়তা ভীষণই বেড়ে গিয়েছে। এটা কেবল আর শখের জিনিস নয়। সমাজের পিছিয়ে পড়া মানুষও মোবাইল ব্যবহার করেন অন। এভাবে দাম বাড়লে তাঁদের উপর চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু এ বিষয়ে Airtel -এর চেয়ারম্যান অনড়। তিনি বলেছেন মানুষের অন্যান্য সমস্ত বিষয়ে যেভাবে খরচ বেড়েছে সেই তুলনায় মোবাইলের রিচার্জ প্ল্যানের দাম একদমই বাড়েনি। তিনি বলেন মানুষের মাইনে বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে, কেবল ফোনের রিচার্জের দাম বাড়েনি। এখন গ্রাহকরা প্রায় কিছু না দিয়েই মাসে এক প্রকার বিনামূল্যে 30 GB ডেটা পেয়ে যাচ্ছে।

।  Airtel Recharge plans

সুনীল মিত্তল কী বললেন? 

তাঁর দাবি দেশে টেলিকম পরিষেবার পাশাপাশি এই কোম্পানিগুলোর অবস্থাও যেন মজবুত হয়। ডিজিটাল ইন্ডিয়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন সেটা বাস্তব হয়। সরকার এ বিষয়ে সচেতন বলেই তিনি জানান। একই সঙ্গে মানুষও। তাই তাঁর মতে আর্থিক বৃদ্ধির যে সুফল আছে সেটা এবার মানুষের পাওয়া উচিত।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo