HIGHLIGHTS
এয়ারটেল-এর ২৮৯ টাকা, ৪৪৮ টাকা এবং ৫৯৯ টাকার প্ল্যানে মিলবে ফ্রি ডেটা কুপন Airtel Thanks অ্যাপ ব্যবহার করে এই তিনটি প্ল্যানে রিচার্জ করলেই ফ্রে কুপন পেয়ে যেতে পারেন গ্রাহকরা Airtel ফ্রি ডেটা কুপন-এর সুবিধা গ্রাহকরা মাত্র এক দিনের জন্য় পাবেন Airtel সংস্থা কিছু সময় আগে গ্রাহকদের বাছাই করা প্রিপেড প্ল্যানগুলিতে ফ্রি ডেটা কুপন দেওয়ার ঘোষনা করেছিল, যা সংস্থাটি এখন চালু করেছে। Airtel গ্রাহকরা এবার 289 টাকা, 448 টাকা এবং 599 টাকার প্রিপেড প্ল্যানগুলিতে ফ্রি ডেটার সুবিধার পাবেন। তবে এই অফারটি কিছু শর্তের সাথে দেওয়া হচ্ছে। বলে দি যে ফ্রি ডেটা কুপন-এর সুবিধা গ্রাহকরা মাত্র এক দিনের জন্য় পাবেন। আসলে গ্রাহকরা যেই দিন এই ডেটা কুপনগুলি ব্য়বহার করবেন, সেটি একই দিন রাত 11:59 এ শেষ হবে।
Airtel 289 টাকার প্রিপেড প্ল্যান এয়ারটেল-এর ২৮৯ টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা পাবেন 1GB ডেটা সহ দুটি ফ্রি কুপন। এর পাশাপাশি গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডেটাও পাবে। এই প্ল্যানে ব্য়বহারকারীরা কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করতে পারেন। এছাড়া প্রতিদিন 100 ফ্রি SMS ও পাওয়া যাবে। Airtel 289 প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ZEE5 প্রিমিয়াম অ্যাক্সেস পাবেন। এয়ারটেলের এই প্ল্যানে Airtel Xsteram এবং Wynk মিউজিক অ্যাপগুলি এবং ফ্রি হ্যালো টিউনের অ্যাক্সেস পাবে। এই প্ল্যান বৈধতা 28 দিনের। Airtel 448 টাকার প্রিপেড প্ল্যান এয়ারটেল ৪৪৮ টাকার প্ল্যানে গ্রাহকরা 1GB ডেটা সহ দুটি কুপন পাবেন। এই প্ল্যানটি প্রতিদিন 3GB ডেটা অফারের সাথে আসে। এর পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা থাকবে। এই প্ল্যানে Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন পাওয়া যাবে। ব্যবহারকারীরা প্রতিদিন 100 এসএমএস করতে পারবেন। এই প্ল্যানের বৈধতা 28 দিন। Airtel 599 টাকার প্রিপেড প্ল্যান এয়ারটেলের ৫৯৯ টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা পাবেন 1 জিবি ডেটা সহ চারটি কুপন। পাশাপাশি প্ল্যানে থাকছে প্রতিদিন 2 জিবি ডেটার সুবিধা। এখানে আনলিমিটেড কলিং থাকবে। এই প্ল্যানে আপনি প্রতিদিন 100 ফ্রি SMS পাবেন। এই প্ল্যানে Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এয়ারটেলের এই প্ল্যানে Airtel Xsteram এবং Wynk মিউজিক অ্যাপগুলি এবং ফ্রি হ্যালো টিউনের অ্যাক্সেস পাবে। এই প্ল্যানের বৈধতা 56 দিন।
নোট: এয়ারটেল মোবাইল রিচার্জ প্ল্য়ান সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন
Latest Article
Realme 14 Pro 5G launched with cold sensitive color-charging like more features
6000mAh, 8GB RAM সহ Realme 14 Pro 5G ভারতে লঞ্চ, কত দামে কেনা যাবে জেনে নিন
Samsung Galaxy M35 5G smartphonea available at rs 15499 on Amazon sale
6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Samsung 5G ফোনে দুর্দান্ত ডিল, Amazon সেলে দেদার ছাড়
Realme Narzo 70 Turbo 5G
15 হাজার টাকার কম দামে কিনুন Realme এর গেমিং ফোন, সবচেয়ে ফাস্ট প্রসেসর সহ রয়েছে দীর্ঘ ব্যাটারি
Vivo T3 Pro Vivo T3 Ultra price in India reduced Check New Price
Vivo T3 Pro এবং Vivo T3 Ultra ফোন হল একধাপে অনেকটা সস্তা, জেনে নিন নতুন দাম কত
Realme 14 Pro series launching in India tomorrow Expected specs India price
realme 14 Pro এবং realme 14 Pro+ আগামীকাল ভারতে হবে লঞ্চ, থাকবে 50MP Sony ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি
Realme GT 7 Pro 5G get huge discount on Amazon Republic sale
Realme এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 6000 টাকার দেদার ছাড়, Amazon সেলে অবিশ্বাস্য ডিল
Jio continue New Year Welcome Plan 2025 Unlimited 5G Plan till 31 January 2025
মকর সংক্রান্তিতে মুকেশ আম্বানির উপহার, 200 দিনের Jio এর সস্তা আনলিমিটেড 5G রিচার্জ প্ল্যান মিলবে 31 জানুয়ারি পর্যন্ত
50MP selfie camera Samsung Galaxy M55s 5G smartphone get discount offer on Amazon sale
50MP সেলফি ক্যামেরা সহ Samsung Galaxy 5G ফোনে দুর্দান্ত অফার, Amazon রিপাবলিক ডে সেলে দেদার ছাড়
Poco X6 Neo 5G
12 হাজার টাকার কম দামে কিনুন 108MP ক্যামেরা সহ POCO 5G ফোন
Nothing Phone 3 to launch in March 2025
একগুচ্ছ AI ফিচার, 12GB RAM সহ আসছে Nothing Phone 3, জানুন কবে হবে লঞ্চ