digit zero1 awards

Airtel গ্রাহকদের জন্য সুখবর, এই তিনটি প্ল্যানে থাকছে ফ্রি ডেটা অফার

Airtel গ্রাহকদের জন্য সুখবর, এই তিনটি প্ল্যানে থাকছে ফ্রি ডেটা অফার
HIGHLIGHTS

এয়ারটেল-এর ২৮৯ টাকা, ৪৪৮ টাকা এবং ৫৯৯ টাকার প্ল্যানে মিলবে ফ্রি ডেটা কুপন

Airtel Thanks অ্যাপ ব্যবহার করে এই তিনটি প্ল্যানে রিচার্জ করলেই ফ্রে কুপন পেয়ে যেতে পারেন গ্রাহকরা

Airtel ফ্রি ডেটা কুপন-এর সুবিধা গ্রাহকরা মাত্র এক দিনের জন্য় পাবেন

Airtel সংস্থা কিছু সময় আগে গ্রাহকদের বাছাই করা প্রিপেড প্ল্যানগুলিতে ফ্রি ডেটা কুপন দেওয়ার ঘোষনা করেছিল, যা সংস্থাটি এখন চালু করেছে। Airtel গ্রাহকরা এবার 289 টাকা, 448 টাকা এবং 599 টাকার প্রিপেড প্ল্যানগুলিতে ফ্রি ডেটার সুবিধার পাবেন। তবে এই অফারটি কিছু শর্তের সাথে দেওয়া হচ্ছে। বলে দি যে ফ্রি ডেটা কুপন-এর সুবিধা গ্রাহকরা মাত্র এক দিনের জন্য় পাবেন। আসলে গ্রাহকরা যেই দিন এই ডেটা কুপনগুলি ব্য়বহার করবেন, সেটি একই দিন রাত 11:59 এ শেষ হবে।

Airtel 289 টাকার প্রিপেড প্ল্যান

  • এয়ারটেল-এর ২৮৯ টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা পাবেন 1GB ডেটা সহ দুটি ফ্রি কুপন।
  • এর পাশাপাশি গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডেটাও পাবে।
  • এই প্ল্যানে ব্য়বহারকারীরা কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করতে পারেন।
  • এছাড়া প্রতিদিন 100 ফ্রি SMS ও পাওয়া যাবে।
  • Airtel 289 প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ZEE5 প্রিমিয়াম অ্যাক্সেস পাবেন।
  • এয়ারটেলের এই প্ল্যানে Airtel Xsteram এবং Wynk মিউজিক অ্যাপগুলি এবং ফ্রি হ্যালো টিউনের অ্যাক্সেস পাবে।
  • এই প্ল্যান বৈধতা 28 দিনের।

Airtel 448 টাকার প্রিপেড প্ল্যান

  • এয়ারটেল ৪৪৮ টাকার প্ল্যানে গ্রাহকরা 1GB ডেটা সহ দুটি কুপন পাবেন।
  • এই প্ল্যানটি প্রতিদিন 3GB ডেটা অফারের সাথে আসে।
  • এর পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা থাকবে।
  • এই প্ল্যানে Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
  • ব্যবহারকারীরা প্রতিদিন 100 এসএমএস করতে পারবেন।
  • এই প্ল্যানের বৈধতা 28 দিন।

Airtel 599 টাকার প্রিপেড প্ল্যান

  • এয়ারটেলের ৫৯৯ টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা পাবেন 1 জিবি ডেটা সহ চারটি কুপন।
  • পাশাপাশি প্ল্যানে থাকছে প্রতিদিন 2 জিবি ডেটার সুবিধা।
  • এখানে আনলিমিটেড কলিং থাকবে।
  • এই প্ল্যানে আপনি প্রতিদিন 100 ফ্রি SMS পাবেন।
  • এই প্ল্যানে Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
  • এয়ারটেলের এই প্ল্যানে Airtel Xsteram এবং Wynk মিউজিক অ্যাপগুলি এবং ফ্রি হ্যালো টিউনের অ্যাক্সেস পাবে।
  • এই প্ল্যানের বৈধতা 56 দিন।

 

নোট: এয়ারটেল মোবাইল রিচার্জ প্ল্য়ান সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo