এয়ারটেল প্রিপেড ডাটা প্ল্যান শুরু হয় মাত্র 28 টাকায়

এয়ারটেল প্রিপেড ডাটা প্ল্যান শুরু হয় মাত্র 28 টাকায়
HIGHLIGHTS

98 টাকা আর 175 টাকার প্ল্যানে একই বেনিফিট পাওয়া যায়

28 টাকার প্ল্যানের বৈধতা 28 দিনের

এই সময়ে ভারতী এয়ারটেল তাদের প্রিপেড সাবস্ক্রাইবারদের জন্য পাঁচটি ডাটা অ্যাড অন প্ল্যান অফার করেছে আর এদের দাম Rs 28, Rs 48, Rs 92, Rs 98 আর Rs 175। আর এর আগে কোম্পানি মোট চারটি ডাটা অন প্যাক অফার করেছিল যা বন্ধ করে এবার এই পাঁচটি প্ল্যান আনা হয়েছে। তবে 98 টাকা আর 175টাকার প্যাকে পার্থক্য তেমন নেই। আর 98 টাকার প্যাকে 28 দিনের জন্য 6GB ডাটা পাওয়া যায় আর এবার 175 টাকার প্ল্যানেও সেই 6GB ডাটাই দেওয়া হচ্ছে।

এয়ারটেলের 28 টাকার প্যাক

এয়ারটেলের এই ডাটা অ্যাড অন প্যাকের বিষয়ে আমরা যদি বলি তবে এই 28 টাকার প্যাকে আপনারা 500MB ডাটা পাবেন আর এটি 28 দিনের জন্য বৈধ। আর এই প্ল্যানটি তাদের জন্য ভাল যারা সে ভাবে মোবাইল ডাটা ব্যাবহার করেন না।

এয়ারটেলের 48 টাকার প্ল্যান

এই 48 টাকার প্ল্যানে মোট 3GB ডাটা পাওয়া যায় আর এটি 28 দিনের জন্য বৈধ। আর এটি সেই সব গ্রাহকদের জন্য যারা একটু হলেই ডাটা ব্যাবহার করেন।

এয়ারটেলের 92 টাকার প্ল্যান

এই 92 টাকার প্ল্যানে এয়ারটেল 6GB ডাটা দিচ্ছে আর এটি 7 দিনের বৈধতা যুক্ত। আর এটি তাদের জন্য যারা তাদের ডেলি লিমিট শেষ হলে ব্যাবহার করতে চান। এই 6GB র ডাটা প্ল্যানে ভিডিও, সোশাল মিডিয়া ইত্যাদি ব্যবাহার করা যাবে।

এয়ারটেলের 98 টাকার প্ল্যান

এই 98 টাকার প্ল্যানে 6GB ডাটা পাওয়া যায় আর এটি 28 দিনের জন্য বৈধ। আর এই প্ল্যানে গ্রাহকরা 28 দিনের জন্য 10 টি SMS পাচ্ছেন। আর গ্রাহকরা এতে তাদের ডেলি ডাটা লিমিট শেষ হলে ব্যাবহার করতে পারবেন।

এয়ারটেলের 175 টাকার ডাটা প্ল্যান

এই প্ল্যানটি 6GB ডাটা দেয় আর এই 178 টাকার প্ল্যান 28 দিনের জন্য বৈধ। আর এই প্ল্যান আর এয়ারটেলের 98 টাকার প্ল্যানে সুবিধা আর অফার একই।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo