Airtel এর বর্তমান ইউজার্সদের জন্য এই বিলিং সাইকেলে এই সুবিধা পাওয়া যাবে, তবে নতুন ইউজার্সরা নতুন প্ল্যান বাছতে পারবেন
Airtel আজ জানিয়েছে যে, তারা তাদের বর্তমান ব্রডব্যান্ড প্ল্যানের পরিবর্তন করেছে আর এবার এই প্ল্যানে আগের দামে 100% বেশি ডাটা দিচ্ছে.
এবার দিল্লিতে Rs.899 দামে 60GB হাই স্পিডের ডাটা পাওয়া যাচ্ছে, সেখানে আগে এই প্ল্যানে মাত্র 30GB’র ডাটা পাওয়া যেত. সেখানে Rs.1099 দামের প্ল্যানে এবার 90GB হাই স্পিডের ডাটা পাওয়া যাচ্ছে, আগে এই প্ল্যানে ইউজার্সরা শুধু 50GB ডাটা পেত. এছাড়া Rs.1299 দামের প্ল্যানে এবার 125GB ডাটা পাওয়া যাচ্ছে সেখানে আগে এই প্ল্যানে মাত্র 75GB ডাটা পাওয়া যেত.
এছাড়া Rs.1499 দিয়ে এবার 160GB ডাটা পাওয়া যাচ্ছে. আগে এই দামে মাত্র 100GB ডাটা পাওয়া যেত. সেখানে Rs.1799 দামের প্ল্যানে এখন 220GB ডাটা পাওয়া যাচ্ছে, আর স্পিড 100Mbps. এই নতুন প্ল্যান এয়ারটেলের সমস্ত সার্কেলেই দেওয়া শুরু হয়েগেছে.
এখন যারা এয়ারটেল ইউজার্স তারা এই বিলিং সাইকেলে এই সুবিধা এমনিতেই পাবেন, তবে যারা নতুন ইউজার্স তারা নতুন প্ল্যান গুলির মধ্যে নিজেদের পছন্দের প্ল্যান বেছে নিতে পারবেন. কোম্পানি সম্প্রতি তাদের V-Fiber পরিষেবা লঞ্চ করেছিল.