digit zero1 awards

Airtel অফার করছে সস্তা প্রিপেইড প্ল্যানে এক্সট্রা ডেটা, জানুন কীভাবে পাবেন

Airtel অফার করছে সস্তা প্রিপেইড প্ল্যানে এক্সট্রা ডেটা, জানুন কীভাবে পাবেন
HIGHLIGHTS

249 টাকার প্রিপেইড প্যাকের সাথে অফার করা হচ্ছে ফ্রি 500MB ডেটা

এই প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 28 দিন

এয়ারটেল ছাড়াও রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভোডাফোন –আইডিয়া (Vi) 249 টাকার প্রিপেইড প্ল্যান অফার করছে

ভারতের সবচাইতে পুরনো টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল (Airtel) গ্রাহকদের জন্য হাজির করছে একেরপর এক দুর্দান্ত প্রিপেইড প্যাক। তবে আপনি কি জানেন যে এখন এয়ারটেলের একটি প্রিপেইড  প্যাকে রিচার্জ করালে আপনি পেতে পারেন প্রতিদিন 500MB ফ্রি বাড়তি ডেটা। বিশ্বাস হচ্ছে না? বিষয়টা কিন্তু আসলে সত্যি। আপনি এয়ারটেলের 249 টাকার প্রিপেইড প্যাকের সাথে পেতে পারেন ডেইলি ফ্রি 500MB ডেটা। আসুন একনজরে দেখে নেওয়া যাক…

এয়ারটেলের (Airtel) 249 টাকার প্রিপেইড প্ল্যান কি কি বেনিফিট অফার করছে-

  • এই প্রিপেইড প্যাকে এয়ারটেল অফার করছে ডেইলি 1.5 GB করে ডেটা।
  • পাওয়া যাবে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা ।
  • ডেইলি ফ্রি 100 এসএমএসের বেনিফিট।
  • প্ল্যানের সাথে অ্যাডিশনাল বেনিফিট হিসেবে মিলবে 30 দিনের প্রাইম ভিডিও মোবাইল এডিশনের ফ্রি- ট্রায়াল, Shaw Academy অ্যাপের ফ্রি একবছরের সাবস্ক্রিপশন, ফ্রি HelloTunes এবং FasTag অ্যাপে 100 টাকার ক্যাশব্যাক।
  • প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 28 দিন।

এয়ারটেলের 249 টাকার প্রিপেইড প্ল্যানের সাথে যে ডেইলি 500MB ডেটা পাওয়ার সুযোগ রয়েছে তা রিডিম করা যাবে Airtel Thanks অ্যাপের মাধ্যমে। এই অফারের ফলে গ্রাহকেরা উপভোগ করবেন ডেইলি 1.5 GB ডেটার বদলে 2GB করে ডেটা। মানে পুরো ভ্যালিডিটিতে ইন্টারনেট পাওয়া যাবে মোট 56GB।

এয়ারটেল ছাড়াও রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভোডাফোন –আইডিয়া (Vi) 249 টাকার প্রিপেইড প্ল্যান অফার করছে।

রিলায়েন্স জিও (Reliance Jio) 249 টাকার প্রিপেইড প্ল্যান-

এই জিও প্ল্যানে ইউজারেরা পাবেন ডেইলি 1.5 GB করে ডেটা। প্যাকের ভ্যালিডিটি রয়েছে 28 দিন। এই প্ল্যান আসছে আনলিমিটেড কলিং এবং ডেইলি ফ্রি 100 এসএমএসের বেনিফিটের সাথে। এছাড়া পাওয়া যাবে জিও সিনেমা, জিও টিভি এবং অন্যান্য জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

ভোডাফোন –আইডিয়া (Vi) 249 টাকার প্রিপেইড প্ল্যান-

ভোডাফোন –আইডিয়া (Vi) 249 টাকার প্রিপেইড প্ল্যানে অফার করছে আনলিমিটেড কলিং, ফ্রি এসএমএস এবং ডেইলি 1.5 GB করে ডেটা। এই প্ল্যানের সাথে Vi অফার করছে “Binge All Night” বেনিফিট। যার ফলে রাত 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত এনজয় করা যাবে আনলিমিটেড ডেটা। এছাড়া এই প্যাকের সাথে পাওয়া যাবে উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo