যদি আপনি হন এয়ারটেল এর ব্রডব্যান্ড গ্রাহক তো আপনার জন্য একটি সুসংবাদ আছে। এয়ারটেল তাদের ওই গ্রাহকদের 5GB অতিরিক্ত ডাটা দেওয়ার কথা বলে ছিল কিন্তু এই অফার তা তাদের সেই গ্রাহকদের দেওয়া হবে যারা এয়ারটেল এর অন্য সেবা যেমন পোস্টপেড মোবাইল কানেকশান এবং ডিজিটাল টিভি কানেকশন এর প্রয়োগ করে। এর সঙ্গে বলে দি যে এইটা এয়ারটেল “MyHome Rewards" প্রোগ্রাম এর অধীন আসে।
আরও দেখুন: নোকিয়া P1: এইটা কি হবে নোকিয়ার নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন?
আপনাদের বলে দি যে এয়ারটেল এর ব্যবহারকারীদের এয়ারটেল প্রতিটি সেবার জন্য 5GB র অতিরিক্ত ডাটা দেওয়া হবে। এছাড়া আপনি যদি একটি এয়ারটেল গ্রাহক হন এবং আপনার কাছে যদি দুটি পোস্টপেড কানেকশান হয় এবং একটি DTH সাবস্ক্রিপশন থাকবে তো আপনাকে 15GBর অতিরিক্ত ডাটা দেওয়া হবে। এই প্রোগাম অনুযায়ী এইটা আপনি প্রতি মাসে পাবেন।
এছাড়াও আপনাদের বলে দি যে এই অফার উভয় বর্তমান এবং নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য.
কোম্পানির হোম ডিভিজান এর CEO হেমন্ত কুমার গুরুস্বামী তার একটি ইমেল স্টেটমেন্ট এ বলেন যে "আমাদের ল্যান্ডলাইন এ আনলিমিটেড ফ্রি কলিং এর সঙ্গে-সঙ্গে এবং গ্রাহক রা এই অতিরিক্ত লাভ ও পাবেন।"
এই অতিরিক্ত ডাটা কে ক্লেম করার জন্য আপনি এয়ারটেল এর ওয়েবসাইট এ গিয়ে এর লাভ পেতে পারেন এবং এছাড়া আপনি MyAirtel App দ্বারা ও এর লাভ ওঠাতে পারেন।
আরও দেখুন : 5.5 ইঞ্চি ডিসপ্লে ব্যবস্থাসহ Xiaomi Mi 5s স্মার্টফোন
আরও দেখুন : ওপ্পো R9 এর দাম হলো কম, এখন ভিভো X7 সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা হবে