জিও’র মত এবার এয়ারটেল ও তার গ্রাহকদের থেকে প্রথম তিন মাসের জন্য ইন্টারনেট এর জন্য কোনো টাকা নেবে না.
এয়ারটেলের ধামাকেদার প্ল্যান৷ ফের গ্রাহকদের জন্য আরও একটি আকর্ষণীয় অফার নিয়ে এল মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা এয়ারটেল৷ নতুন এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি গ্রাহকদের জন্য থাকবে ফ্রি ডেটা পরিষেবা৷
এয়ারটেলের ‘মাইপ্ল্যান ইনফিনিটি’ সিরিজে ৫৪৯ ও ৭৯৯- এর নতুন প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল৷ ৫৪৯ প্ল্যানে পোস্টপেড গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধা৷ এই সুবিধা লোকাল ও এসটিডি দু’রকম কলের জন্য প্রযোজ্য৷
এর পাশাপাশি গ্রাহকরা পেয়ে যাবেন ১০০ টি এসএমএস ফ্রি৷ এই প্যাক রিচার্জ করালে প্রতি মাসে ১ জিবি ৩জি ডেটা ও ৪মোবাইলে ৩ জিবি ডেটা মিলবে৷
অন্যদিকে ৭৯৯ টাকার প্ল্যানে ৩জি ব্যবহারকারী পেয়ে যাবেন ৩জিবি ডেটা ও ৪ জি হ্যান্ডসেটে ৫ জিবি ডেটা মিলবে৷ এই প্ল্যানে ৫৪৯ টাকার প্ল্যানের মতো লোকাল ও এসটিডি ভয়েস কল বিনামূল্যে করা যাবে৷
পাশাপাশি গ্রাহকরা পেয়ে যাবেন ফ্রি রোমিং৷ তবে এর জন্য গ্রাহকে আলাদা করে রিচার্জ করতে হবে৷
জিও-কে টক্কর দিতে ও প্রতিযোগিতার বাজারে টিকে থাকতেই এই প্ল্যান বাজারে নিয়ে এসেছে এয়ারটেল৷ তবে জিও-র তুলনায় এয়ারটেলের ইনফিনিটি প্ল্যানের দাম বেশ অনেকটাই বেশি৷
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.