এয়ারটেল এর জিও কে কিস্তিমাত, মাত্র 100 টাকায় এবার মিলবে 10GB 4G ডেটা

Updated on 23-Feb-2017
HIGHLIGHTS

ডেটা প্ল্যানে এই ধামাকা অফার নিয়ে এল এয়ারটেল। এই ডেটা প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ২৮ দিন পর্যন্ত।

১০ জিবি ৩জি/৪জি ডেটা এবার মিলবে মাত্র ১০০ টাকায়৷ ডেটা প্ল্যানে এই ধামাকা অফার নিয়ে এল এয়ারটেল। এই ডেটা প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ২৮ দিন পর্যন্ত। মঙ্গলবারই প্রাইম মেম্বরশিপ অফারের ঘোষণা করেন মুকেশ আম্বানি৷ ঠিক তার একদিন পরই গ্রাহক ধরে রাখতে ও জিও কে টেক্কা দিতে এই অফার নিয়ে এল এয়ারটেল৷

সংস্থার তরফে জানানো হয়েছে, এই ডেটা প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ২৮ দিন পর্যন্ত। পোস্টপেড গ্রাহকরা কেবল নতুন এই পরিষেবা উপভোগ করতে পারবেন৷ তবে ১০ জিবি ৪জি ডেটা পরিষেবা পেতে হলে গ্রাহকদের কাছে থাকতে হবে একটি ৪জি স্মার্টফোন৷

আরও দেখুন : স্যামসাং গিয়ার S3 ফ্রন্টিয়ার Tizen অপারেটিং সিস্টেম বিদ্যমান রয়েছে..

ভারতে ২২টি সার্কেলে এয়ারটেলের ৪জি পরিষেবা রয়েছে৷ বাকি সার্কেলে এই অফারে গ্রাহকরা পেয়ে যাবেন ৩জি ডেটা৷

এর আগে ২৫৯ টাকায় ১০ জিবি ডেটা পরিষেবা দিচ্ছিল এয়ারটেল৷ প্রতিযোগিতার বাজারে এবার তা আরও কমিয়ে আনল ভারতী এয়ারটেল৷ পুরনো বছরের ১০ জিবি ডেটা প্ল্যানকে এবার আরও সস্তা করে দিয়ে টেলিকম দুনিয়ায় নিজেদের আধিপত্য বজায় রাখতে চাইছে এয়ারটেল, টেক্কা দিতে চাইছে রিলায়েন্স জিও'কেও।

আরও দেখুন : HTC U আল্ট্রা, U প্লে ভারতে হল লঞ্চ, জানুন কি আছে বিশেষ ফিচর্স..

আরও দেখুন : আপডেটেড হোয়াটসঅ্যাপে পাবেন এই দুর্দান্ত সুবিধা, সঙ্গে রয়েছে অনেক কিছু..

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :