Airtel Broadband Plans: এয়ারটেল ইউজার্সদের 1000GB ডাটা দিচ্ছে, কাদের দিচ্ছে জানেন?

Airtel Broadband Plans: এয়ারটেল ইউজার্সদের 1000GB ডাটা দিচ্ছে, কাদের দিচ্ছে জানেন?
HIGHLIGHTS

Airtel Broadband Plansঃ এয়ারতেলের তরফে 799 টাকা দামের (ব্রডব্যান্ড) সেট ইউজার্সদের 1000GB বোনাস ডাটা দিচ্ছে আর আপনাদের বলে রাখি যে কোম্পানি তাঁদের বাৎসরিক আর অর্দ্ধ বৎসরের প্ল্যানের সঙ্গে এই ডাটা দিচ্ছে

সম্প্রতি আপনারা শুনতে থাকতে পারেন যে ACT Fibernet নিজদের ইউজার্সদের আকর্ষিত করার জন্য দারুন কিছু ঘোষনা করেছে। আর এবার মনে করা হচ্ছে যে এয়ারটেল আর জিওকে হারানোর জন্য কোম্পানি এই কাজ করেছে। আর এবার এয়ারটেলও কিছুটা এই রকমের প্ল্যান নিয়ে এসেছে। আপনাদের বলে রাখি যে নিজদের ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে নিজেদের ইউজার্সদের বোনাস ডাটা দেওয়ার কথা বলেছে। কোম্পানি তাদের সারা বছরের প্ল্যান আর 6 মাসের প্ল্যানে ইউজার্সদের 1000GB ডাটা দেওয়ার কথা বলেছে। আর আপনাদের বলে রাখি যে এই অফার 31মার্চ 2019 পর্যন্ত বৈধ।

আর আপনারা জানেন যে এয়ারটেলের ব্রডব্যান্ড প্ল্যানের প্রাথমিক দাম 499টাকা আর এই প্ল্যানে আপনারা কোন বোনাস ডাটা পাচ্ছেন না। আর আপনাদের বলে রাখি যে কোম্পানির 799 টাকার প্ল্যানে আপনারা 100GB ডাটা পান আর এহচারা এই প্ল্যানে আপনাদের 500GB বোনাস ডাটা দেওয়া হবে। আর এছাড়া আপনাদের বলে রাখি যে 999 টাকার প্ল্যানে আপনারা প্রায় 250GB ডাটা পান আর এখানে আপনারা বোনাস ডাটা হিসাবে 1000GB ডাটা পাবেন।

আর এছাড়া আমরা যদি এয়ারটেলের 1,299 টাকার প্ল্যানের বিষয়ে কথা বলি তবে এই প্ল্যানে আপনারা প্রায় 500GB ডাটা পান আর এবার এই প্ল্যানে আপনারা 1000GB ডাটা পাবেন।, আর এছাড়া এয়ারটেলের কাছে আরও একটি প্ল্যান আছে জার দাম 1,999 টাকা।, আর এই প্ল্যানে আপনারা 1000GB বোনাস ডাটা পান । আর আমরা সবার শেষে আপনাদের বলে রাখি যে এয়ারটেলের 999,1,299 আর 1,999 টাকার প্ল্যানে আপনারা নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশান পাচ্ছেন।  

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo