digit zero1 awards

Airtel-এ মাত্র ১৯ টাকায়ে পাবেন ফ্রি কলিং আর ডেটা, থাকছে আরো অনেক কিছু

Airtel-এ মাত্র ১৯ টাকায়ে পাবেন ফ্রি কলিং আর ডেটা, থাকছে আরো অনেক কিছু
HIGHLIGHTS

এয়ারটেল (Airtel) নিজের এই প্ল্যানটিকে ‘Truly Unlimited’ ক্যাটেগোরিতে রেখেছে

আপনি ১৯ টাকার রিচার্জ করে ২ দিন বিনামুল্যে কথা বলতে পাড়বেন

মোবাইল ফোন রিচার্জ করার সময় আমরা সবাই সস্তা আর বেশি বেনিফিট দেবে এমন প্ল্যান খুঁজে থাকি। এয়ারটেল (Airtel) বেশ কিছু এমন প্ল্যান রয়েছে যাতে আপনি কম টাকায় পেয়ে যাবেন  অনেক বেনিফিট।

এয়ারটেলের সস্তার প্ল্যানগুলির মধ্যে একটি হচ্ছে  ১৯ টাকার প্ল্যান। এই সস্তার প্ল্যানটিতে কী কী বেনিফিট দেয় এয়ারটেল, জেনে নিন।

 এয়ারটেল (Airtel) নিজের এই প্ল্যানটিকে ‘Truly Unlimited’ ক্যাটেগোরিতে রেখেছে, মানে এই প্ল্যানটিতে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কলিং-এর সুবিধা। এই প্ল্যানটি বিশেষ আকর্ষণ এর ফ্রি কলিং-ই নয়, এতো কম দামে আনলিমিটেড কলিং-এর বেনিফিট খুব কার্যকর।

এই প্ল্যানটির ভ্যালিডিটি মাত্র ২ দিনের। মানে আপনি ১৯ টাকার রিচার্জ করে ২ দিন বিনামুল্যে কথা বলতে পাড়বেন। এছাড়াও গ্রাহকরা পেয়ে যাবে ২০০ এমবি ডেটাও। কিন্তু কোনও ফ্রি এসএমএস-এর সুবিধা নেই এই প্ল্যানটিতে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo