এয়ারটেল এর ধমাকা অফার : শুধু Rs. 25 দামে দেবে 1GB ডাটা

Updated on 06-Oct-2016
HIGHLIGHTS

দেশের সর্ববৃহৎ টেলিকম অপারেটর কোম্পানি এয়ারটেল বুধবার ঘোষণা করে যে তারা 10GB ডাটা মাত্র Rs. 249 এ দেবে. এই সার্ভিসটির এয়ারটেল এর প্রিপেইড ব্যবহারকারীদের জন্য হবে, যারা 4G সেবা কে প্রথমবার ব্যবহার করবে.

দেশের সর্ববৃহৎ টেলিকম অপারেটর কোম্পানি এয়ারটেল বুধবার ঘোষণা করে যে তারা 10GB ডাটা মাত্র Rs. 249 এ দেবে. এই সার্ভিসটির এয়ারটেল এর প্রিপেইড ব্যবহারকারীদের জন্য হবে, যারা 4G সেবা কে প্রথমবার ব্যবহার করবে. এছাড়াও , জানিয়ে দি যে এখন এয়ারটেল এর 1GB ডাটা আপনি মাত্র  Rs. 25 তে পাবেন অর্থাত এটি রিলায়েন্স জিও’র থেকে ও অর্ধেক. এর আগে রিলায়েন্স জিও জানিয়ে ছিলেন যে তারা গ্রাহকদের এই সেবা মাত্র Rs.50 তে 1GB হিসাবে ব্যবহারকারীডের নেট দেবে.

আরও দেখুন : নকিয়ার অ্যান্ড্রয়েড P1 স্মার্টফোনে হবে QHD ডিসপ্লে এবং মেটাল বডি

বলে দি যে, এই সেবা কে এয়ারটেল বুধবার গুজরাটের তে চালু করে. এছাড়া কোম্পানি তার প্রি-পেইড গ্রাহকদের জন্য 4G অফার এর ঘোষণা করেছে. এয়ারটেল মাত্র Rs. 249 এ আপনি পাবেন 10GB 4G ডাটা পাবেন. এবং এছাড়া আপনাকে বাকি ডাটা নেওয়ার জন্য এয়ারটেল এর 52141 নম্বরে 4G অফার লিখে SMS করতে হবে. এর পর আপনি অতিরিক্ত 9GB ডাটা পে যাবেন. সব মিলিয়ে আপনি Rs. 249 এ 10GB 4G ডাটা পাবেন.

এছাড়া বলে দি যে, কিছু সময় আগে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি ভোডাফোন ও এমন একটি অফার চালু করে.

আরও দেখুন : এবার ফেসবুক মেসেঞ্জারেও সম্পূর্ণ নিরাপদে থাকবে মেসেজ,হবে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট

আরও দেখুন : গুগল এর পিক্সেল ফোন হল লঞ্চ, ভারতে দাম হবে Rs. 57,000 থেকে শুরু

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :