যবে থেকে ভারতীয় টেলিক্ম বাজারে রিলায়েন্স জিও এসেছে আর সঙ্গে এনেছে নিজেদের 4G পরিষেবা ঠিক সেই সময় থেকে ভারতীয় টেলিকম বাজারে সাঙ্ঘাতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। ধীরে ধীরে সবাই 4G পরিষেবার দিকে আকৃষ্ট হতে শুরু করেছে। আর এসবের মধ্যে আদতে কিন্তু প্রতিটি কোম্পানিই আসলে তৈরি করে চলেছে একের পর এক নতুন প্ল্যান। আর এসবের মধ্যে আরও একবার ভারতী এয়ারটেল এমন আরও একটি প্ল্যান নিয়ে এসেছে যা সেই টেলিকমে ধুন্ধুমারের আরও একবার নতুন দামামা বাজাচ্ছে। তবে এসবের মধ্যে এমন অনেক গ্রাহকও আছেন যারা 3G পরিষেবা ব্যবহার করেন। আর এদের জন্যই নতুন একটি প্ল্যান নিয়ে এল এয়ারটেল। এয়ারটেল এবার 3G গ্রাহকদের জন্য এক্তি 65টাকার প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানে 1GB, 2GB বা 3GB ডাটা পাওয়া যাবে আর এটি 28দিনের বৈধতা যুক্ত।
এই প্ল্যানটিতে 28 দিনের জন্য 1GB বা ডাটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি এয়ারটেলের এর আগের 49টাকার প্ল্যানের থেকে একটু ভাল বলে মনে হচ্ছে কারন, ঐ প্ল্যানটি মাত্র এক দিনের জন্য বৈধ ছিল। এয়ারটেল 98টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকদের 2GB 4G/3Gডাটা অফার করছে আর কিছু বাছাই করা এয়ারটেল গ্রাহকরা 5GBডাটা পাচ্ছে।