এয়ারটেল চারটে ইন্টারন্যাশানাল রোমিং প্ল্যান লঞ্চ করেছে
648 টাকা, 755 টাকা, 799 টাকা আর 1,199 টাকার প্ল্যান লঞ্চ হয়েছে
একাধিক দেশ কভার করতে পারবে
প্ল্যানের বেনিফিট জানুন
এয়ারটেলের নতুন চারটি রোমিং রিচার্জ নিয়ে এসেছে। এই লিস্টে 648 টাকা, 755 টাকা, 799 টাকা আর 1,199 টাকার প্ল্যান আছে। আমরা যদি 648 টাকার এয়ারটেল প্ল্যানটি দেখি তবে এতে 100 টি ইনকামিং কল মিনিট, সারা দেশে আর লকালে 100 মিনিটের ভয়েস কল আর আউটগোয়িং কল আছে। এই পল্যানটি 500MB ডাটা আর প্রতিদিনের 100 টি SMS দিচ্ছে।
খেয়াল রাখতে হবে যে 648 টাকা প্ল্যান Iraq, Japan, Nepal, Brazil, Iran, Jordan, Palestine, Qatar, Russia আর Saudi Arabiaর মতন দেশ কভার করে। আর এর সঙ্গে আমরা যদি 755 টাকার ইন্টারন্যাশানাল রোমিং প্ল্যান আছে যা 1GB ডাটা বেনিফিট আছে। আর এই প্ল্যানের ডাটা বেনিফিট পাঁচ দিনের। আর এয়ারটেলের এই ইন্টারন্যাশানাল প্ল্যান 755 টাকায় পাওয়া যায় আর এটি Albania, Bahamas, Bhutan, Canada, Hong Kong, Iran, Italy,আর Korea র জন্য এসেছে। আর এর সগে এই তালিকায় Mexico, Nepal, New Zealand, Sri Lanka, Thailand, UKআর US য়ের মতন দেশও আছে।
এবার যদি আমরা 799 টাকার আন্তর্জাতিক প্ল্যান দেখি তবে তা লোকাল আর ইন্টারন্যাশানাল কলে 100 টি লোকাল মিনিট পাচ্ছে যা 30 দিনের জন্য বৈধ। আর এই প্ল্যান Albania, Armenia, Australia, Bahamas, Bangladeshআর Canada কভার করে। আর এই তালিকায় China, Hong Kong, Iran, Iraq, Japan, New Zealand য়ের সঙ্গে USও আছে।
কোম্পানি 1,199 টাকার ইন্টারন্যাশানাল রোমিং প্ল্যান 1Gb ডাটার সঙ্গে দিয়েছে। আর এই প্ল্যানটি 30 দনের জন্য ইনকামিং আর আউটগোয়িং এ 100 মিনিটের প্ল্যান। আর এয়ারটেলের রিচার্জ প্ল্যানে সব দেশ কভার হচ্ছে যে 755 টাকা, 799 টাকার প্ল্যান আছে। আর এই বিষয়ে DreamDTH রিপোর্ট করেছে।
এয়ারটেলের 179 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান 28 দিনের বৈধতার সঙ্গে এসেছে আর এই প্ল্যানে মোট 2GB ডাটা পাওয়া যাচ্ছে। আর এই আনলিমিটেড কল 300 টি SMS আর ভারতী অ্যাক্সা লাইফ ইন্সোরেন্স কভারে 2 লাখ টাকার কভার পাওয়া যাচ্ছে। রিচার্জ প্ল্যানে উইং মিউজিক আছে যা ফ্রি ডাউনলোড করছে আর এয়ারটেল এক্সট্রিম অ্যাক্সেস আছে।