জিওকে টেক্কা দিতে অবিশ্বাস্য ডেটা অফার দিচ্ছে Airtel

Updated on 03-Mar-2017
HIGHLIGHTS

জিওকে টেক্কা দিতে অবিশ্বাস্য ডেটা অফার নিয়ে হাজির টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল। এবার মাত্র ১৪৫ টাকার রিচার্জে ১৫ জিবি 4G ডেটা দেবে এয়ারটেল।

ভারতীয় বাজারে কিছু সময় ধরে ফ্রি কলিং এবং ডাটা নিয়ে বেশ আলোড়ন দেখা যাচ্ছ. রিলায়েন্স জিও’র 4G সেবা লঞ্চ হওয়ার পর থেকে অন্যান্য টেলিকম মার্কেটের শীর্ষ সংস্থাগুলি দের ও এখন কার্যত জলের দরে ইন্টারনেট ডেটা দিতে হচ্ছে গ্রাহকদের৷

আরও দেখুন : নকিয়া এবং #HMD গ্লোবাল তার নতুন নকিয়া 3310 কে চালু করে.. 

তাই জিওকে টেক্কা দিতে অবিশ্বাস্য ডেটা অফার নিয়ে হাজির টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল (Bharti Airtel)। এবার মাত্র ১৪৫ টাকার রিচার্জে ১৫ জিবি 4G ডেটা দেবে এয়ারটেল। ৩১ মার্চ শেষ হচ্ছে রিলায়েন্স জিও-র হ্যাপি নিউ ইয়ার অফার। ১ এপ্রিল থেকে আর বিনামূল্যে মিলবে না ফ্রি ডেটা ও ভয়েস কল পরিষেবা। জিও প্রাইম পরিষেবায় অন্তর্ভূক্ত হয়ে গ্রাহকরা প্রতি মাসে ৩০৩ টাকা খরচ করে ৩০ জিবি 4G ডেটা পাবেন। সেই আনলিমিটেড ফ্রি ভয়েস কল লোকাল এবং এসটিডি।

তুল্যমূল্য বিচারে এয়ারটেলের এই অফার জিও-র প্রাইম পরিষেবার মতোই দাঁড়াচ্ছে। ১৪৫ টাকায় ১৫ জিবি 4G ডেটার অফার জিও-র সঙ্গে পাল্লা দেওয়ার জন্যই এনেছে এয়ারটেল। একইসঙ্গে গ্রাহকরা যদি ৩৪৯ টাকার রিচার্জ করেন সেক্ষেত্রে ১৫ জিবি ডেটা অফারের পাশাপাশি প্রতি মাসে এয়ারটেল থেকে এয়ারটেল নম্বরে আনলিমিটেড ফ্রি কলের সুবিধা পাবেন। দেশের বাজারে দুই টেলিকম সংস্থার এখন হাড্ডাহাড্ডি লড়াইয়ে গ্রাহকরা কোনদিকে যাবেন এখন সেটাই দেখার।

আরও দেখুন : ভারতে 5G পরিষেবা আনতে একসঙ্গে আসল এয়ারটেল ও নোকিয়া

আরও দেখুন : কীভাবে জিও মেম্বারশিপ করাবেন, জানা আছে?

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :